নিউজরাজ্য

‘মুখ্যমন্ত্রীর শক্তি ও মনোবল আরও বাড়ুক’, তারাপীঠে প্রার্থনা দাপুটে নেতার

Advertisement
Advertisement

করোনার দাপটে মুখ্যমন্ত্রীর মনোবল বাড়াতে কালি মায়ের উপরই ভরসা অনুব্রতর, প্রার্থনা করলেন তারাপিঠে। বরাবরই কালি ঠাকুরের ভক্ত বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। করোনা সংক্রমণ এড়াতে লক ডাউন গোটা দেশ, জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে বন্ধ তারাপিঠ। গত বৃহস্পতিবার তারাপিঠের কালি মন্দিরে একটি যজ্ঞের আয়োজন করেন ওই দাপুটে তৃনমুল নেতা। এই মহামারীর সময়ে আপাতত কালি মায়ের উপরই ভরসা রেখেছেন বীরভূমের তৃনমুল নেতা। তিনি কালি ঠাকুরের ভক্ত হিসেবে পরিচিত।

Advertisement
Advertisement

বর্তমানে দেশে করোনার সংক্রমণের হার বাড়তে থাকার সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনার রুগী মিলেছে। এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এক প্রৌঢ়। করোনার সংক্রমণ ঠেকাতে লক ডাউন হয়ে গিয়েছে গোটা দেশ।এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন সতর্ক বার্তা। পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিনিয়ত।

Advertisement

মুখ্যমন্ত্রীর কাজের প্রসংশা করে অনুব্রত মন্ডল বলেন, “রাজ্যের মানুষ যাতে ভালো থাকে তার জন্য দিনরাত এক করে কাজ করছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন। কালি মায়ের কাছে প্রার্থনা করেছি, মুখ্যমন্ত্রীকে আরও শক্তি, তার মনোবল আরও বাড়ুক।” এই মহামারীর সময়ে আপাতত কালি মায়ের উপরই ভরসা রেখেছেন বীরভূমের তৃনমুল নেতা। তিনি কালি ঠাকুরের ভক্ত হিসেবে পরিচিত।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button