আন্তর্জাতিকনিউজ

করোনার পর অজানা ভাইরাসে মৃত ৫০০টি ঘোড়া, বাড়ছে আতঙ্ক

Advertisement
Advertisement

করোনার প্রকোপে জর্জরিত গোটা বিশ্বের বেশিরভাগ দেশগুলি। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল প্রশাসন থেকে সাধারণ মানুষ। দিনে দিনে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তারই মধ্যে অজানা আরেকটি ভাইরাসের আতঙ্ক ছড়ালো থাইল্যান্ডে। বাদুড় থেকে ছড়ানো এই ভাইরাসের দ্বারা মৃত্যু হয়েছে প্রায় ৫০০ ঘোড়ার।

Advertisement
Advertisement

ঘটনাটি প্রথম ঘটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১০০ মাইল দূরে অবস্থিত একটি খামারে। জানা গিয়েছে ৯ দিনে ১৮টি ঘোড়ার মৃত্যু হওয়ার পর খামারের মালিক আশঙ্কা করেন করোনা সংক্রমণের। তবে পরীক্ষায় করোনা ভাইরাস পাওয়া যায়নি। অজানা কোনো ভাইরাসের দ্বারাই ঘোড়াগুলির মৃত্যু হয়েছে বলা জানা যায়। এরপর থাইল্যান্ডের ওই খামারের মালিক নোপাদল সারোপালা এই বিষয়ে জানান, “ঘোড়াগুলি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং তার ২৪ ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যু হয়।”

Advertisement

কেউ কেউ আবার দাবী করেছেন চীন থেকে আনা একটি জেব্রার থেকেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। অন্যদিকে গত ফেব্রুয়ারী মাস থেকে ব্রিটেনে বহু ঘোড়া অজানা ভাইরাসের মাধ্যমে আক্রান্ত হয়েছে। অনেকে বলেছেন আফ্রিকার ঘোড়ার অসুখের সঙ্গে এই ব্রিটেনের ঘোড়াগুলির উপসর্গের বেশ মিল রয়েছে।

Advertisement
Advertisement

সাধারণত আফ্রিকার ঘোড়া ও জেব্রার মধ্যে এই রোগের দেখা মেলে। কয়েক বছর আগেও নাকি এমনই এক ভাইরাস দ্বারা আফ্রিকার প্রচুর ঘোড়া মারা গিয়েছিল।

Advertisement

Related Articles

Back to top button