ভয়াবহ দুর্ঘটনা, ইউক্রেনে সামরিক বিমান ভেঙে মৃত ২২ বায়ুসেনার জওয়ান, নিখোঁজ পাঁচ
ইউক্রেন: সামরিক বিমান ভেঙে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পূর্ব ইউক্রেনে। গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই সামরিক বিমানে মোট ২৭ জন যাত্রী ছিল। যার মধ্যে ২২ জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন এখনও পর্যন্ত নিখোঁজ। পূর্ব ইউক্রেনের চুহুইভ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এটা নিছক একটা দুর্ঘটনা নাকি, এর পেছনে কোনও বড়সড় হামলার ছক রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, বহুদিন ধরেই এই অঞ্চলকে ইউক্রেন থেকে আলাদা করার পরিকল্পনা করছিল রাশিয়ার মদদপুষ্ট বিদ্রোহীরা। তাই এই ঘটনা পুরোটাই পূর্বপরিকল্পিত হামলার ছক এমন সন্দেহ একেবারে উড়িয়ে দিচ্ছে না ইউক্রেন পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা হয়েছে। রীতিমতো তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশ।
An-26 পণ্য পরিবাহী বিমানটিতে খারকভ এয়ারফোর্স ইউনিভার্সিটির কয়েকজন ক্যাডেট ছিলেন। চুহুইভ শহরের সামরিক বিমানঘাঁটি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, বহুদিন ধরেই ইউক্রেনের এই অঞ্চলটি অশান্ত হয়ে রয়েছে। এমনকি ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে রাশিয়ার মদদপুষ্ট বিদ্রোহীদের বহুবার সংঘাত লেগেছে। এই অঞ্চলটি ঘিরে বেশ কয়েক বছর আগেও আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী একটি বিমানে মিসাইল ছোড়া হয়। যার ফলে সেখানেও শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। তাই এবারের এই বিমান দুর্ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে হালকাভাবে মানতে নারাজ। ইউক্রেনের সামরিক বাহিনী তাই চুহুইভ শহরের যে প্রান্তে এই ঘটনা ঘটেছে, সেই জায়গা এবং তার আশেপাশে এলাকার চিরুনি তল্লাশি করছে। তল্লাশি শেষ হলে তদন্তের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।