ভাইরাল & ভিডিও

রাত্রি আড়াইটার সময় নিরাহুয়ার সঙ্গে চরম রোম্যান্স আম্রপালি দুবের, ভাইরাল ভিডিও

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল

Advertisement
Advertisement

ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

Advertisement
Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সুপারহিট জুটি, দীনেশ লাল যাদব নিরহুয়া এবং আম্রপালি দুবে-এর জুটি দর্শকদের খুব পছন্দ। যখনই এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যায়, তখনই রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায়। তাদের রসায়ন দর্শকদের খুব পছন্দের। এই জুটি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অনেক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। এই জুটির এক ঝলক পেতে মানুষ সবসময়ই মরিয়া। সম্প্রতি নিরহুয়া ও আম্রপালীর একটি পুরনো গান ‘ডাহকে বদন যারে জিয়া’ আবারও ইউটিউবে ট্রেন্ডিং হচ্ছে। গানটির ভিডিওতে আম্রপালিকে খুবই সুন্দর লাগছে।

Advertisement

নিরহুয়ার পাশাপাশি আম্রপালি দুবের অভিনয় এই গেম প্রশংসিত হয়েছে। এমনকি অভিনেত্রীর সঙ্গে যে মেয়েরা নাচছেন, তাদের জন্যেও এই ভিডিওটি আরো আকর্ষনীয় হয়ে উঠেছে। অভিনেত্রীর থেকে চোখ সরানো কঠিন হয়ে পড়েছে। ভোজপুরি গান ‘ডাহকে বদন যারে জিয়া’-তে নিরহুয়া এবং আম্রপালিকে একে অপরের সাথে প্রচণ্ড রোমান্স করতে দেখা যায়।

Advertisement
Advertisement

নিরহুয়ার এই গানটি তার ছবি ‘নিরহুয়া দ্য লিডার’-এর থেকে নেওয়া হয়েছে। এই গানের লোকেশনও খুব সুন্দর। নিরহুয়া এবং আম্রপালিকে একে অপরের কোলে হারিয়ে যেতে দেখা যায়। কখনও আগুন জ্বালিয়ে আবার কখনও দোলনায় শুয়ে থাকতে দেখা যায়। গানটিতে নিরহুয়াকে অভিনেত্রী আম্রপালিকে অনেক ভালোবাসতে দেখা গেছে। এই অভিনয় এবং গানের লোকেশনের কারণে এখন অনেকেই এই গানের ভিডিওটি বারবার দেখতে চাইছেন।

Advertisement

Related Articles

Back to top button