বাংলা সিরিয়ালবিনোদন

‘কৃষ্ণকলি’ সিরিয়ালে নতুন মোড়, আম্রপালীর মৃত্যু

Advertisement
Advertisement

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’-তে এলো নতুন মোড়। গুলি লেগে মারা গেল অ্যান্টি-হিরোইন আম্রপালী। মারা যাওয়ার আগে আম্রপালী তার অপরাধের জন্য ক্ষমা চাইল নিখিলের কাছে। আম্রপালী নিখিলের স্ত্রী শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল, শ্যামার গানের গলা নষ্ট করার চেষ্টা করেছিল। এমনকি আম্রপালীর কারণে নিখিল ও শ্যামার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

Advertisement
Advertisement

শ্যামার অনুপস্থিতিতে শ্যামার মত দেখতে অথচ ফর্সা আম্রপালী নিখিলের স্ত্রী শ্যামা হিসাবে তাদের পরিবারে প্রবেশ করেছিল। পরে নিখিল ও আম্রপালীর সামাজিক বিয়েও হয়। কিন্তু পরে ঘটনাচক্রে শ্যামা ফিরে আসে। নিখিলের সঙ্গে আম্রপালীর চুক্তি ছিল, শ্যামা কোনোদিন যদি ফিরে আসে, তাহলে আম্রপালী নিখিলের জীবন থেকে দূরে চলে যাবে। কিন্তু শ্যামা আম্রপালীকে কৃতজ্ঞতাবশতঃ তাদের বাড়িতে থাকতে অনুরোধ করে। কিন্তু আম্রপালী শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে।

Advertisement

Advertisement
Advertisement

‘কৃষ্ণকলি’ সিরিয়ালে মুখ্য চরিত্র শ্যামা এবং ভিলেন আম্রপালী, দুটি চরিত্রেই অভিনয় করছেন তিয়াসা রায়। তাঁর স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। এই মুহূর্তে টিআরপি রেটিংয়ে ‘কৃষ্ণকলি’ অনেকটাই নিচে নেমে গেছে। দর্শকদের মতে, এর মূল কারণ হলো সিরিয়ালটির বস্তাপচা চিত্রনাট্য। অন্যান্য সমস্ত সিরিয়ালের মত এই সিরিয়ালটিতেও একজন স্বামীর দুই স্ত্রী কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। এছাড়া তার সঙ্গে যুক্ত হয়েছে ষড়যন্ত্র-তত্ত্ব। ফলে দর্শকদের মন জয় করতে পারছে না ‘কৃষ্ণকলি’। এছাড়া আম্রপালীর মৃত্যুদৃশ্যে সকলের নিস্পৃহ মনোভাব দৃশ্যটিকে হাস্যকর করে তুলেছে। দুর্বল চিত্রনাট্যের কারণে দর্শকরা এখন এই সিরিয়ালটির মহাসমাপ্তি পর্ব দেখতে চান।

Advertisement

Related Articles

Back to top button