গরমা গরমবলিউডবিনোদন

মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন বচ্চন পরিবারের সদস্য, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

অবসাদ কেন আসে? উত্তর চাইলে অনেক বড় উত্তর আসবে। তাই উত্তর না, আমরা রয়েছি সন্ধানে। এবারে ফের বলিউডে থাবা দিল ‘অবসাদ‘ খোদ অমিতাভ বচ্চনের ঘরে। নিজের মানসিক অবসাদের কথা স্বীকার করেছেন বচ্চন নাতনি নভ্যা।

Advertisement
Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Navya Nanda (@_navyananda_) on

Advertisement

উল্লেখ্য, শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে বেশ অন্তরঙ্গ বন্ধুত্বে ছিলেন নভ্যা নভেলি। এরপর বলি অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজানের সঙ্গে ডেট করতে দেখা যায় নভ্যাকে। মার্কিন মুলুক থেকে পড়াশুনো শেষ করে বর্তমানে মায়ের সঙ্গেই থাকেন নভ্যা নভেলি। তবে অবসাদ কেন? এই প্রসঙ্গে শ্বেতার একটি সাক্ষাৎকার তুলে ধরা যাক – শ্বেতার কথায়, “আমি এমন একটা পরিবারের সদস্য যেখানে বেশির ভাগ মানুষই সিনেমার সঙ্গে যুক্ত। আমার ভাই বা ঐশ্বর্যাকে তো খুব কাছ থেকে দেখছি। ফলে এই প্রফেশনের খারাপগুলো ভাল করে জানি। কতটা মন খারাপ হতে পারে, সেটা নিজে দেখেছি। অভিষেকের জন্য কত রাত আমিই ঘুমতে পারিনি। ও যখন সিনেমার অফার পায়, লোকে ভাবে অমিতাভ বচ্চনের ছেলে বলে পাচ্ছে। কিন্তু তা তো নয়। ফলে এই ঘৃণাগুলো জমতে থাকে। আমি চাই না আমাদের পরিবারের আর কোনও সদস্য এই কাজ করুন। তাতে আমাকে হিংসুটে মনে হলেও কিছু করার নেই।”

Advertisement
Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Navya Nanda (@_navyananda_) on

সিনেমা জগতে এন্ট্রি না নেওয়ার আগেই কেন মানসিক অবসাদে ভুগছেন এই বলি কিড? উত্তর নভ্যা নিজেই জানেন। তবে, এবারে নিজের মানসিক অবসাদের কথা নিজেই জানালেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা ৷ ৩০ মিনিটের মেন্টার হেলথ নিয়ে চলা এক অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় স্পষ্টই স্বীকার করলেন, বহুদিন ধরে তিনি অবসাদে ভুগছেন৷

 

View this post on Instagram

 

A post shared by Navya Nanda (@_navyananda_) on

মূলত, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার করতে সম্প্রতি একটি সংস্থার উদ্বোধন করেন নভ্যা। বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে একযোগে ওই সংস্থার কাজ শুরু করেছেন নভ্যা। ‘আরা হেলথ’ নামে ওই সংস্থার একটি অনলাইন অনুষ্ঠানে অন্যদের সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে দেখা যায় নভ্যাকে।

Advertisement

Related Articles

Back to top button