কলকাতানিউজরাজ্য

BREAKING: বাংলায় NRC নিয়ে বড়সড় ঘোষণা করলো অমিত শাহ!

Advertisement
Advertisement

NRS যা সকল ভারতবাসীর মনে একপ্রকার ভয়ের সৃষ্টি করেছে। কিছুসময় ধরেই NRC নিয়ে দেশে হুলুস্থুলু পড়েই আছে। আসামে প্রায় ২০০০ জন NRC তালিকা থেকে বাদ পড়েছিল। যার ফলে এই পদক্ষেপের বিরূপ মন্তব্য করেছেন অনেক রাজনীতিবিদ।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এনআরসির ফলে প্রায় লক্ষ হিন্দুশরণার্থীদের দেশ ছাড়তে হবে। কিন্তু অমিত শাহ মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে বলেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন শরণার্থীদের দেশ ছাড়তে হবে না। আজ, মঙ্গলবার এরআরসি ইস্যুতে নেতাজি ইন্দোর থেকে স্পষ্ট একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

তিনি আরও বলেন এনআরসির আগেও নাগরিকত্ব দেওয়া হবে। এমনকি অমিত শাহ আরও বলেন প্রত্যেক শরণার্থী্ প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button