Isha and Kiyara: কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে আম্বানি কন্যা, কালো ডিজাইনার লেহেঙ্গায় নজর কাড়লেন সকলের

ইশা আম্বানি নামটা বর্তমান প্রজন্মের কাছে খুব একটা অপরিচিত নয়। আম্বানি পরিবারের নাম উঠলে এনার নাম উঠবেই, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মিডিয়ার পাতায় প্রায়ই কোন না কোন…

Avatar

ইশা আম্বানি নামটা বর্তমান প্রজন্মের কাছে খুব একটা অপরিচিত নয়। আম্বানি পরিবারের নাম উঠলে এনার নাম উঠবেই, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মিডিয়ার পাতায় প্রায়ই কোন না কোন কারণে মুকেশ আম্বানি কিংবা নিতা আম্বানি চর্চিত হন। বিশ্বের দরবারে পরিচিত রয়েছে এই আম্বানি পরিবারের। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরে আম্বানি কন্যা রয়েছেন চর্চার আলোয়।

আম্বানি পরিবারের যেকোনো অনুষ্ঠানেই উপস্থিত থাকেন প্রায় গোটা বলিউডের ছোট বড় তারকারা। অন্যদিকে তারকা খচিত বিভিন্ন অনুষ্ঠানেও দেখা মেলে আম্বানি পরিবারের সমস্ত সদস্যদের। সম্প্রতি তেমনি এক বড় বিয়ের রিসেপশন পার্টিতে আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা কালো রঙের লেহেঙ্গায় দেখা মিলেছে ইশা আম্বানির। রইল ঝলক।

চলতি বছরের ৭’ই ফেব্রুয়ারি একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী। জয়সালমীরে জাঁকজমকের সাথেই নিজেদের বিবাহপর্ব সম্পন্ন করেছেন তারা। পরে সেখান থেকে ফিরে আয়োজন করেছিলেন এক বিশাল রিসেপশন পার্টির, যেখানে উপস্থিত ছিলেন তারকা জগৎ-এর অধিকাংশ মানুষ। পাশাপাশি উপস্থিত ছিলেন আম্বানি কন্যাও।

Isha and Kiyara: কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে আম্বানি কন্যা, কালো ডিজাইনার লেহেঙ্গায় নজর কাড়লেন সকলের

অনেক ছোট বয়স থেকেই অভিনেত্রীর সাথে পরিচয় তার। ছোট থেকেই একে অপরের খুব ভালো বন্ধু কিয়ারা ও ইশা। ছোট বয়সেও তাদের একসাথে ছবি রয়েছে, সেই ঝলকও আপাতত ভাইরাল নেটনাগরিকদের একাংশের মাঝে। এদিন রিসেপশনের পার্টিতে অভিনেত্রীর সাথেও ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে তাকে। সাথে ছিলেন অভিনেত্রীর বোন আনিশা মালহোত্রাও। আপাতত সেই ছবির সূত্র ধরেই কিয়ারার পাশাপাশি মিডিয়ার আলোয় আম্বানি কন্যা।

Isha and Kiyara: কিয়ারা-সিদ্ধার্থের বিয়েতে আম্বানি কন্যা, কালো ডিজাইনার লেহেঙ্গায় নজর কাড়লেন সকলের