ভাইরাল & ভিডিও

এবারে বন্ধ হয়ে যাবে আপনার প্রিয় সব ভোজপুরি গান, নির্দেশ দিল বিহার সরকার

এবারে বিহার সরকারের তরফে এই ধরনের মিউজিক ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করা হয়েছে

×
Advertisement

আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা।

Advertisements
Advertisement

কিন্তু, এই ভোজপুরি গানের মধ্যে বেশ কিছু গানের মধ্যে থাকে দ্বৈত অর্থ। এই ধরনের গানগুলো অনেক ক্ষেত্রেই অনেক সময়েই এমন কিছু অর্থবহ হয়ে যায়, যা হয়ত সকলের জন্য ঠিক নয়। এই ধরনের ভিডিও অনেক ক্ষেত্রে সমাজের জন্যেও ঠিক নয়। তাই এবারে সেই গানের উপরে ব্যান নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। অর্থাৎ, এবারে হয়তো এই ধরনের গান ইউটিউব থেকেও সরে যাবে আপনার প্রিয় গান

Advertisements

বিহার সরকার এবারে দ্বৈত অর্থের ভোজপুরি গান এবং অশ্লীল মিউজিক ভিডিওগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। বিধানসভায় ভাষণ দিতে গিয়ে একথা জানিয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব। তিনি বলেছেন যে, পুলিশকে ভোজপুরি গানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই গান প্রায়শই সামাজিক অবনমন এবং সহিংসতার প্রচার করে। যারা এ ধরনের গান ও ভিডিও করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button