বলিউডToday Trending Newsবিনোদন

Pushpa 2 Teaser: গায়ে শাড়ি, পায়ে ঘুঙুর, পরিচিত লুকে ব্যাপক অ্যাকশন পুষ্পার, মুক্তি পেল ছবির টিজার

এই ছবিটির টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছে

Advertisement
Advertisement

৮ এপ্রিল তারিখে ৪১ বছরে পা দিলেন দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। আর এবারে জন্মদিনের দিন তিনি একটি বড় উপহার দিলেন নিজের ভক্তদের। প্রকাশে এসে গেল তার নতুন ছবি পুষ্পা ২ এর নতুন টিজার। আর সেটার কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন অভিনেতা। এর আগে অর্থাৎ গতকাল পুষ্পা ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এনেছিলেন তিনি। আর এবারে দেখা গেল পুষ্পার নতুন টিজার।

Advertisement
Advertisement

পুষ্পা ২: দ্য রুল টিজার

Advertisement

এই টিজার দেখেই বোঝা যাচ্ছে আগের পুষ্পার থেকেও বেশি ভালো হবে পুষ্পা ২। পায়ে ঘুঙুর, পরনে শাড়ি। গলায় দুলছে মালা। সারা গায়ে নীল রং মেখে ফের ধরা দিলেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন। অভিনেতার জন্মদিনেই প্রকাশ্যে এল পুষ্পা ২ এর টিজার। এই টিজারে দেখা গেল, এই বেশে আল্লু অর্জুন ত্রিশূল দিয়ে কপাল কেটে শঙ্খ বাজাচ্ছেন। চলছে পুজো অর্চনা। এক মিনিট আট সেকেন্ডের এই ভিডিয়োতে তাঁকে নাচের ছন্দে ভরপুর অ্যাকশন করতেও দেখা যায়। আর একদম শেষে, জানা গেলো এই ছবির মুক্তির তারিখও। টিজারে শেষে পর্দায় ফুটে উঠলো, ‘দ্য রুল বিগিনস ১৫ অগস্ট।’ অর্থাৎ আগামী ১৫ আগস্ট এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। মাত্র কয়েক মিনিটেই এই ছবির টিজার পনের লাখের বেশি ভিউজ পেয়েছে, ফলে বুঝতেই পারছেন ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে কেমন উন্মাদনা রয়েছে।

Advertisement
Advertisement

পুষ্পা ২ ছবির পোস্টার

৭ এপ্রিল রাত্রে অন্য অর্জুন তার সোশ্যাল মিডিয়াতে পুষ্পা ২ ছবির একটি নতুন পোস্টার শেয়ার করেছিলেন। এই অভিনেতাকে সেই ছবিতে দেখা গিয়েছিল একেবারে রঙচঙে একটি শার্ট পরে এবং তার সাথেই ছিল পুষ্পা স্টাইলের লুঙ্গি ও হাতে একটি কুড়ুল। একটি সিংহাসনে বসে থাকতে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। তাঁর পিছনে দাঁড়িয়ে আছেন বহু মানুষ। এই পোস্টারটি পোস্ট করেই তিনি জানান ৮ এপ্রিল মুক্তি পাবে পুষ্পা ২ ছবির টিজার। একই সঙ্গে এদিন অভিনেতাকে একাধিক ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করতে দেখা যায়। সেখানে তিনি ডাবিং স্টুডিওর বেশ কিছু ছবি পোস্ট করে জানিয়েছেন তাঁরা সম্পূর্ণ ভাবে প্রস্তুত এই ছবিটিকে নিয়ে। অনেকেই বলছেন এই ছবিটি আগের থেকেও বেশি হিট হবে।

Advertisement

Related Articles

Back to top button