বিনোদন

অন্তরঙ্গ সিনে ভরপুর এই সমস্ত ওয়েব সিরিজ, বন্ধ ঘরে দেখুন একা, ভুল করেও চালাবেন না পরিবারের সামনে

অ্যাডাল্ট ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে

×
Advertisement

বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের। তবে সম্প্রতি ডিজিটাল দুনিয়ায় রাজ করছে সবচেয়ে সাহসী একটি ওয়েব সিরিজ। এই সমস্ত ওয়েব সিরিজ ভুল করেও পরিবারের সবাই মিলে একসাথে টিভিতে দেখবেন না।।

Advertisements
Advertisement

১) গান্দি বাত:

Advertisements

ওলট বালাজির সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ হল গন্দি বাত সিরিজটি। এর অনেকগুলি এপিসোড রয়েছে। তবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল বিশেষ একটি এপিসোড। আসলে সাহসিকতা এবং অন্তরঙ্গ দৃশ্য এই শব্দবন্ধ ব্যবহার করলেই যে দুই অভিনেত্রীর কথা প্রথমে মাথায় আসে তারা হলেন ফ্লোরা সাইনি এবং আনবেশি জৈন। ওলট বালাজির জনপ্রিয় ওয়েব সিরিজ গন্দি বাতে একাধিক খোলামেলা দৃশ্যে অভিনয় করে তুমুল চর্চার মুখে পড়েছিলেন ওই দুই সুন্দরী। ওয়েব সিরিজে একটি সিন দেখে তো চক্ষু চড়কগাছ হয়েছিল গোটা নেটজনতার। আপনি যদি এই ওয়েব সিরিজটি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই একান্তে মনোযোগ সহকারে ওয়েব সিরিজটি দেখে ফেলুন।

Advertisements
Advertisement

২) কবিতা ভাবী:

অ্যাডাল্ট ওয়েব সিরিজ জগতের বেতাজ বাদশা হল কবিতা ভাবি ওয়েব সিরিজ। উল্লুতে এই ওয়েব সিরিজের ৪ টি সিজন রয়েছে যা অত্যন্ত জনপ্রিয়। কবিতা ভাবি ওয়েব সিরিজে অভিনেত্রীর উদ্দাম যৌনদৃশ্য রাতের ঘুম কেড়ে নিয়েছে লাখ লাখ পুরুষ অনুরাগীর। বলা যেতে পারে ওয়েব সিরিজের প্রতি মুহূর্তে রয়েছে বিভিন্ন সাহসী দৃশ্য। ভুল করেও কোনদিন এই ওয়েব সিরিজ পরিবারের সাথে দেখবেন না।

৩) মোনা হোম ডেলিভারি:

এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন কঙ্গনা শর্মা । এই ওয়েব সিরিজে অভিনেত্রীর সাহসী অভিনয় সবাইকে অবাক করেছে। এই ওয়েব সিরিজটিও আপনি ভুল করেও পরিবারের সাথে দেখবেন না।

৪) মির্জাপুর:

কিছুদিন আগেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ওয়েব সিরিজ মির্জাপুর। আমাজন প্রাইমে রিলিজ করেছিল এই ওয়েব সিরিজ। পঙ্কজ ত্রিপাঠীর মত বড় অভিনেতা এই ওয়েব সিরিজের লিড রোলে অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজের অ্যাকশন সিকোয়েন্স এবং রক্ত গরম করা ডায়লগ পছন্দ হয়েছে সকলের। পরপর দুটি পার্ট ব্যাপক সাফল্য পাওয়ার পর নির্মাতাদের তরফে জানানো হয়েছে যে খুব শীঘ্রই রিলিজ করবে মির্জাপুর ৩। এতে যে সাহসী দৃশ্য ঠাসা থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। ওয়েব সিরিজপ্রেমীরা এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

৫) লাস্ট স্টোরিজ:

ওলট বালাজিতে রিলিজ হওয়া একটি অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ হল লাস্ট স্টোরিজ। এতে একাধিক জনপ্রিয় বলিউড অভিনেত্রী বেশ বোল্ড অবতারে অভিনয় করেছেন। বিশেষ করে কিয়ারা আডভানি, রাধিকা আপ্তে ও ভূমি পেদনগনের হট বেড সিন রাতের ঘুম কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের। বোল্ড অভিনেত্রীদের লাস্যময়ীতা ও সেইসাথে অ্যাডাল্ট স্টোরিলাইন মন জয় করে নিয়েছে সকলের।

Related Articles

Back to top button