নিউজদেশ

Indian Railways: ই-টিকিট ও আই-টিকিটের মধ্যে পার্থক্য কি? এই দুটি টিকিট বুক করার সুবিধাগুলিও জেনে নিন সহজেই

রেলে যারা ভ্রমণ করেন, তাদের অনেকেই এই দুই ধরনের টিকিট নিয়ে বেশ ধন্দের মধ্যে থাকেন

×
Advertisement

আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তবে আপনি ই-টিকিট এবং আই-টিকিটের কথা অবশ্যই শুনে থাকবেন। তবে অনেকেই জানেন না ই-টিকিট এবং আই-টিকিট কী এবং এর মধ্যে পার্থক্য কী? এই দুটির মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে এবং এই নিয়ে অনেকেই বিভ্রান্ত হন। তাহলে, আসুন আজ ই-টিকিট এবং আই-টিকিটকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি।

Advertisements
Advertisement

ভারতীয় রেলে ভ্রমণের জন্য যাত্রীরা অনলাইনে ট্রেনের টিকিট বুক করার সুবিধা পান। এই টিকিট বুকিং ই-টিকিট বা আই-টিকিট হতে পারে। সাধারণভাবে, ই-টিকিট হল একটি মুদ্রিত টিকিট। আর আই-টিকিট ভারতীয় রেলের তরফেই একজন যাত্রীকে কুরিয়ার করা হয়।

Advertisements

ই টিকিট কি?

Advertisements
Advertisement

ই-টিকিট মানে ইলেকট্রনিক প্রিন্টেড টিকিট। যাত্রীরা তাদের সুবিধামত এই টিকিট প্রিন্ট করে নিতে পারবেন। রেলওয়ে কাউন্টারে না গিয়েই বাড়ি থেকে বা যেকোনো কম্পিউটার ক্যাফে থেকে অনলাইনে ই-টিকিট বুক করা হয়। এর বৈধতা রেলওয়ে বুকিং কাউন্টার থেকে ইস্যু করা টিকিটের মতোই। তবে, ই-টিকিটে ভ্রমণকারী যাত্রীদের তাদের সাথে একটি সরকারি পরিচয়পত্র (আধার কার্ড) রাখতে হবে।

আই-টিকিট কি?

ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে যাত্রীর ঠিকানায় আই-টিকিট কুরিয়ার করা হয়। এই টিকিট ইন্টারনেটের মাধ্যমেও বুক করা গেলেও, তা প্রিন্ট করা যায় না। এটি আইআরসিটিসি ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের সময় আপনার দেওয়া ঠিকানায় রেলওয়ের দ্বারা কুরিয়ার করা হয়। এই টিকিটটি যাত্রীর কাছে পৌঁছাতে কমপক্ষে ৪৮ ঘন্টা সময় লাগে। উল্লেখযোগ্যভাবে, যাত্রার দুই দিন আগে আই-টিকিট বুক করা উচিত। টিকিট সংগ্রহ করার জন্য বাড়িতে কেউ থাকা উচিত, অন্যথায় প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে।

উভয়ের মধ্যে পার্থক্য

ই-টিকিট, আই-টিকেটের তুলনায় সামান্য সস্তা। কুরিয়ার খরচ কভার করার জন্য আই-টিকিটে একটি ডেলিভারি চার্জও অন্তর্ভুক্ত রয়েছে। আপনি একই দিনে ই-টিকিটও বুক করতে পারেন। তবে, আই-টিকিট দুই দিন আগে বুক করতে হবে। ই-টিকিট বাতিল করা সহজ। এটা শুধুমাত্র অনলাইন বাতিল করা যেতে পারে। তবে, আই-টিকিট অনলাইনে বাতিল করা যাবে না। রেলওয়ে স্টেশনে উপযুক্ত কাউন্টারে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে এর জন্য। ই-টিকেটে সিট বার্থ কনফার্ম বা RAC আছে। আর, টিকিট নিশ্চিত হওয়ার সময়, আই-টিকিটে তিনটি বিভাগেই RAC বা ওয়েটিং পাওয়া যাবে।

Related Articles

Back to top button