নিউজরাজ্য

আগামীকাল ছন্দে ফিরছে পাহাড়, দীর্ঘ অবসরের পর পুনরায় খুলছে হোটেল থেকে বাজার

Advertisement
Advertisement

টানা দুই মাসেরও বেশি সময় ধরে দীর্ঘ লক ডাউনের পর আগামীকাল থেকে ছন্দে ফিরছে পাহাড়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে পাহাড়ের সমস্ত হোটেল খুলে যাচ্ছে। এরফলে প্রায় ১০ হাজার হোটেল কর্মী উপকৃত হবেন বলে জানা গিয়েছে। এছাড়া খুলছে অধিকাংশ দোকান, বাজার, মল। জিটিএ’র চেয়ারম্যান অনীত থাপার জানিয়েছেন, “দীর্ঘ লক ডাউনের পর আর হোটেল বন্ধ রাখা যাবে না। করোনা ভাইরাসের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ হোটেল। আর তার ফলে হোটেলের কর্মীরা বকেয়া বেতন পাচ্ছেন না। সেদিকেও নজর দিতে হবে”।

Advertisement
Advertisement

লক ডাউনের ফলে পাহাড়ে পর্যটকের মেলা বন্ধ। থমকে গিয়েছে পাহাড়ি এলাকার মানুষের জীবিকার উৎস। আর এরই মধ্যে দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন নির্দেশ দেয়, আগামী ১লা জুলাই থেকে পাহাড়ের সমস্ত হোটেল বন্ধ থাকবে। এমন নির্দেশের পর বিপক্ষ হিসেবে এগিয়ে আসে কর্মী সংগঠন। জেলা শাসকের দারস্থ হয়ে অভিযোগ জানান তাঁরা। জিটিএ-এর চেয়ারম্যান অনীত থাপার সঙ্গে বৈঠক হয় হোটেল কর্মীদের। এই বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার দার্জিলিংয়ের লালকুঠিতে।

Advertisement

আর এই বৈঠকের পরেই চাপে পড়ে মত বদলেছেন হোটেল মালিকেরা। আর এরপরই জানান হয়, আগামীকাল মঙ্গলবার থেকে পুনরায় স্বাভাবিক হবে পাহাড়ে হোটেল পরিষেবা। দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঙ্গে শিরিং ভুটিয়া এ বিষয়ে জানিয়েছেন, প্রতিটি হোটেল স্যানিটাইজ করা হবে। করোনার সমস্ত প্রোটোকল মেনেই চালু হবে হোটেল। এছাড়া হোটেল কর্মীদের বকেয়া টাকাও মেটানো হবে শীঘ্রই।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button