Today Trending Newsকলকাতানিউজরাজ্য

৩১ মার্চ নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে ১৫ ই এপ্রিল পর্যন্ত

Advertisement
Advertisement

করোনা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। প্রত্যেক দেশেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারত ও তার ব্যতিক্রম নয়। করণের সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে সোমবার নবান্নের বৈঠকের পর সেই ছুটি বাড়িয়ে ১৫ ই এপ্রিল পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

রাজ্যের শুধু সরকারি স্কুল নয়, সমস্ত বেসরকারি স্কুল, কলেজ বন্ধ রাখা হবে। আইসিডিএস স্কুলগুলিও বন্ধ রাখা হবে। তবে বোর্ডের যে সমস্ত পরীক্ষাগুলি চলছে সেগুলি চালু থাকবে। তিনি জানিয়েছেন যে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের রান্নার যে কাঁচামাল তা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেছেন যে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। বাংলাতে ৩লক্ষ ২৪ হাজার মানুষের এখনো পর্যন্ত স্ক্রিনিং করানো হয়েছে বলে তিনি জানান। আর ৫০০০ মানুষকে বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

Advertisement

আরও পড়ুন : করোনা সন্দেহ : বিমানবন্দর থেকে সরাসরি বেলেঘাটা আইডিতে ভর্তি এক যুবককে

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রীর ‘দিদিকে বলো”-তে যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে প্রায় ৫০০০ ফোন এসেছে বলে তিনি জানান। ফোনে সেই সমস্ত ব্যক্তিদের সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। রাজারহাটে তৈরী হচ্ছে হাসপাতাল। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত করোনা সংক্রমণের খবর আসেনি। প্যানিক করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

Related Articles

Back to top button