দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ইয়েস ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর, বুধবার থেকে মিলবে পূর্ণ ব্যাংকিং পরিষেবা

Advertisement
Advertisement

সুখবর ইয়েস ব্যাংক গ্রাহকদের জন্য। বুধবার থেকে পূর্ন ব্যাংকিং পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফে। আজ টুইটের মাধ্যমে একথা জানানো হয় ইয়েস ব্যাংকের তরফে। ইয়েস ব্যাংকের তরফে জানানো হয়েছে ১৯ শে মার্চ থেকে তাদের ১,১৩২ টি শাখায় আগের মতোই সমস্ত পরিষেবা পাওয়া হবে। গ্রাহকরা আগের মতোই সকল পরিষেবা গ্ৰহণ করতে পারবেন। একই সাথে বুধবার থেকে সমস্ত ডিজিটাল পরিষেবাও পাওয়া যাবে বলে জানানো হয়েছে ইয়েস ব্যাংকের তরফে।

Advertisement
Advertisement

৫ই মার্চ আর্থিক অবনতির জন্য ইয়েস ব্যাংকের গ্রাহকদের ৫০,০০০ টাকার বেশি তোলার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। ভেঙে দেওয়া হয় ইয়েস ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর। ইয়েস ব্যাংকের মাথায় বসানো হয় এসবিআই এর প্রাক্তন সিএফও-কে। ইয়েস ব্যাংককে বাঁচাতে এসবিআই সহ দেশের বাকি ব্যাংক গুলোর কাছে আবেদন করে কেন্দ্রীয় সরকার। সেই মতো এসবিআই ইয়েস ব্যাংকের ৪৯% শেয়ার ৭,২৫০ কোটি টাকার কিনে নেবে বলে জানায়, একইসাথে বাকি ব্যাংক গুলিও কমবেশি লগ্নি করবে বলে জানায়।

Advertisement

আরও পড়ুন: অর্থ কেলেঙ্কারিতে ইয়েস ব্যাঙ্ক, অনিল আম্বানিকে তলব ইডির

Advertisement
Advertisement

এদিকে আজ ইয়েস ব্যাংক কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য অনিল অম্বানিকে ডেকে পাঠালো ইডি। ইয়েস ব্যাংকের আর্থিক কেলেঙ্কারিতে তদন্তের জন্য ইডির মুম্বাইয়ের অফিসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ইয়েস ব্যাংক থেকে অনিল অম্বানির সংস্থা ১২,৮০০ কোটি টাকার ঋণ নিয়েছিল, যার এখনো বেশিরভাগটাই তারা শোধ দেয়নি। এই বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button