নিউজরাজ্য

Weather Update: কবে থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে রাজ্যে? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর

আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস করছে গোটা বঙ্গবাসী

Advertisement
Advertisement

বিক্ষিপ্ত বৃষ্টিপাতের রাজ্য ভিজলেও এখনো অব্দি ভারী বৃষ্টি প্রবেশ করেনি বাংলায়। আসলে রাজ্যে এখনও মৌসুমী বায়ু দুর্বল। তাই অল্পবিস্তর বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হচ্ছে না কোনদিনই। এরফলে আর্দ্রতাজনিত সমস্যাতে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় ৫০ শতাংশ। এই মুহূর্তে সকলের মনে একটাই প্রশ্ন যে কবে রাজ্যে আসছে ভারী বৃষ্টি? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী সোমবারের আগে রাজ্যে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের প্রাধান্য রয়েছে। এর ফলে অস্বস্তি আরোও বাড়বে। এমনকি আজ সকাল এগারোটার পর এই সূচক ৯০ এর গন্ডি স্পর্শ করতে পারে।

Advertisement
Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো প্রসঙ্গ আসে না। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ৪ মিলিমিটার।

Advertisement

আপাতত আগামী সোমবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের ৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে হাওয়া অফিস এও জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত ওড়িশা ও অন্ধ উপকূলে রয়েছে। সেটা অনেক দূরে থাকায় এখনো রাজ্যের উপর কোনো প্রভাব ফেলছে না। অন্যদিকে মৌসুমী অক্ষরেখাও রয়েছে অনেকটা দক্ষিনে। এই কারণের জন্য রাজ্যের স্বাভাবিক বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না। আর তাই জন্যই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button