নিউজরাজ্য

সপ্তাহের শেষে কি হবে তুষারপাত? কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?

আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় তুষারপাতের তেমন কোন সম্ভাবনা নেই

Advertisement
Advertisement

শীতের কামড়ে একেবারে জবুথবু অবস্থা পশ্চিমবঙ্গের। এমনিতেও তাপমাত্রা নেমে গিয়েছে ১০ ডিগ্রির কোঠায়। জেলায় জেলায় শুরু হয়েছে শীতের দাপট। পুরুলিয়ায় ৫ ডিগ্রি সেন্টিগ্রেটের কাছাকাছি চলছে তাপমাত্রা। আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর, সমস্ত শহরে এই একই রকম অবস্থা বলা চলে। অন্যদিকে দার্জিলিং এবং সিকিমে সপ্তাহের শেষের দিকে বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে পশ্চিমবঙ্গবাসীর মধ্যে উন্মাদনার শেষ নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বরফ পড়ার কোন সম্ভাবনার কথা জানায়নি। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

আজ তাপমাত্রা সামান্য বাড়লেও এখনো স্বাভাবিকের থেকে প্রায় তিন ডিগ্রি মতো নিচে থাকবে তাপমাত্রা। আপাতত রাজ্যজুড়ে শীতের সম্ভাবনা প্রবল। বৃষ্টির কোন সম্ভাবনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং আশেপাশের কোন এলাকায় নেই। মালদহ দুই দিনাজপুর এবং কোচবিহারে কুয়াশার দাপট রয়েছে। বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে আকাশ হবে পরিষ্কার।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা একসাথে আসতে চলেছে উত্তর-পশ্চিম ভারতে। আজ একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এবং মঙ্গলবার আরো একটি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় থাকবে পরিষ্কার আকাশ। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গতকাল দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সব মিলিয়ে আগামীকাল তাপমাত্রা ১২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button