ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাত্র ৯৯ টাকায় রোজ আনলিমিটেড ডেটা, ক্রিকেট বিশ্বকাপের আগে দারুন প্ল্যান নিয়ে এলো AIRTEL

এই নতুন প্ল্যান আপনি গ্রহণ করলে সহজেই ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন

Advertisement
Advertisement

ভারতী এয়ারটেল বৃহস্পতিবার তার প্রিপেইড ব্যবহারকারীদের জন্য নতুন ক্রিকেট প্ল্যান চালু করে দিয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই নতুন প্রিপেইড রিচার্জটি বিশেষভাবে আইসিসি ক্রিকেট পুরুষদের বিশ্বকাপ ২০২৩-কে মাথায় রেখেই আনা হয়েছে। কিছুদিন আগেই আবার, রিলায়েন্স জিও ক্রিকেট বিশ্বকাপের শুরুতে ৫টি নতুন প্রিপেইড প্ল্যানও চালু করেছে, যার মধ্যে ৭৩০ GB পর্যন্ত ডেটা এবং Disney + Hotstar-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। কিন্তু Airtel-এর প্ল্যানে কোনও ধরনের OTT সাবস্ক্রিপশন পাওয়া যায় না।

Advertisement
Advertisement

৯৯ টাকার Airtel রিচার্জ প্ল্যান

Advertisement

৯৯ টাকার Airtel রিচার্জ প্ল্যানের বৈধতা দুই দিনের এবং এতে একেবারে আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ, আপনি যদি বিশ্বকাপের যেকোনো একটি ম্যাচ দেখতে চান এবং সীমাহীন ডেটার প্রয়োজন হয়, তাহলে আপনি এই প্ল্যানটি দুই দিনের বৈধতার সাথে রিচার্জ করতে পারেন। এই প্ল্যানের সাথে আপনাকে ডেটা ফুরিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না।

Advertisement
Advertisement

৪৯ টাকার Airtel রিচার্জ প্ল্যান

Airtel-এর ৪৯ টাকার প্ল্যানের বৈধতা একদিন। আর এই প্যাকে গ্রাহকদের জন্য ৬ জিবি ডেটা দেওয়া হচ্ছে। তাই যদি একটি ম্যাচ কিছুটা আপনাকে ভালো কোয়ালিটিতে দেখতে হয় তাহলে এই প্ল্যান আপনি নিতে পারেন। তবে খারাপ কোয়ালিটিতে করে ম্যাচ দেখলে সেই ম্যাচ আপনি পুরোটাও দেখতে পারেন এই ৬ জিবি ইন্টারনেট দিয়ে।

উল্লেখ্য, ৫ অক্টোবর, ২০২৩-এ আইসিসি বিশ্বকাপ শুরু হওয়ার আগে, ওপেন সিগনাল সমস্ত স্টেডিয়ামে দেশের মোবাইল অপারেটরদের দ্বারা অফার করা মোবাইল নেটওয়ার্কগুলির গতি পরীক্ষা করেছিল। আপনারা সকলেই জানেন ইন্টারনেট গতির ব্যাপারে যদি আলোচনা হয়, তাহলে ওপেন সিগনাল সবথেকে বড় সংস্থা। আর এই টেস্টে এয়ারটেল ছিল দ্রুততম 5G নেটওয়ার্ক সরবরাহকারী সংস্থা। গবেষণা সংস্থার মতে, ভয়েস অ্যাপ সহ এয়ারটেল নেটওয়ার্কের অভিজ্ঞতা সমস্ত স্টেডিয়ামের মধ্যে সেরা ছিল।

Advertisement

Related Articles

Back to top button