Today Trending Newsকলকাতানিউজ

পূবালী হাওয়ার সংঘাতে বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের এই জেলাগুলিতে

Advertisement
Advertisement

ভরা বসন্তেও বৃষ্টি পিছু ছাড়ছে না। দোল ও হোলিতে আকাশ রোদ ঝলমলে থাকলেও আবার বৃষ্টির ভ্রূকুটি দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া সূত্রের খবর, আজ বিকেলে পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া ও বইতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

বারবার এই বৃষ্টি ফিরে আসার কারণ হিসাবে দফতর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাত। তার সাথে বঙ্গোপসাগরের থেকে ঠান্ডা বাতাস ঢুকছে। এর জন্যই বৃষ্টি হবে। পশ্চিমি ঝঞ্ঝা দক্ষিণের জেলাগুলির উপর দিয়ে বইবে, যার ফলে বৃষ্টিপাত হতে পারে। আজ বিকেলে ঝড়-বৃষ্টি হবার পাশাপাশি বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সাথে পশ্চিমবঙ্গেও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে।

Advertisement

Advertisement
Advertisement

আরও পড়ুন: জল্পনার অবসান, আজই বিজেপিতে যোগ দেবেন প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

আজ সকাল থেকেই কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, দার্জিলিং-এর আকাশ মেঘলা রয়েছে। বিকেলের পরই ঝড়-বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমের জেলাগুলিতে।

Advertisement

Related Articles

Back to top button