ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

২৪ ঘন্টা পর চালু হলো ইয়েস ব্যাংকের সমস্ত এটিএম

Advertisement
Advertisement

বৃহস্পতিবার ইয়েস ব্যাংকের থেকে টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইয়েস ব্যাংকের গ্রাহকরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা তুলতে পারবে বলে জানানো হয়েছিল রিজার্ভ ব্যাংকের তরফে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে একথাও জানানো হয়েছিল।

Advertisement
Advertisement

রিজার্ভ ব্যাংকের তরফে এই বিজ্ঞপ্তির প্রকাশের পর থেকেই টাকা তোলার জন্য একের পর এক ইয়েস ব্যাংকের এটিএমে লম্বা লাইন দিতে দেখা যায় ব্যাংকের গ্রাহকদের। কিন্তু রিজার্ভ ব্যাংকের বিজ্ঞপ্তিতে দেশ জুড়ে থাকা ইয়েস ব্যাংকের এটিএম গুলোও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ফলে এটিএম থেকেও টাকা তুলতে গিয়ে বিপদে পড়েন ব্যাংকের গ্রাহকরা।

Advertisement

আরও পড়ুন : দেউলিয়ার পথে ইয়েস ব্যাংক, শেয়ার কিনবে SBI

Advertisement
Advertisement

এই অবস্থায় শুক্রবার রাতে প্রায় ২৪ ঘন্টা পরে আবার চালু করা হয় ইয়েস ব্যাংকের এটিএম গুলি। এটিএম গুলি চালু হওয়ার পর ব্যাংকের তরফে সব গ্রাহককে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, যে ব্যাংকের এটিএম গুলো পুনরায় চালু হয়ে গেছে। এদিকে গতকাল কেন্দ্রীয় সরকার ইয়েস ব্যাংকের সকল গ্রাহককে আশ্বস্ত করেছে যে, তাদের টাকা সুরক্ষিত আছে, চিন্তার কোনো কারণ নেই।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন বলেন, ‘ইয়েস ব্যাংকের সকল গ্রাহকদের টাকা সুরক্ষিত আছে। চিন্তার কোনো কারণ নেই আপনাদের।’ রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ‘অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে বৃহত্তর স্বার্থে ইয়েস ব্যাংকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্যাংকের গ্রাহকদের টাকার কোনো সমস্যা হবেনা।’

Advertisement

Related Articles

Back to top button