নিউজপলিটিক্স

নরেন্দ্র মোদী, অমিত শাহ এরাও তো ‘অনুপ্রবেশকারী’, গুজরাট থেকে দিল্লিতে এসেছে, তীব্র আক্রমন অধীরের

Advertisement
Advertisement

চলছে সংসদের শীতকালীন অধিবেশন। আর এই অধিবেশনে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারকে একের পর এক আক্রমণে বিদ্ধ করে চলেছে বিরোধী দলগুলি। আর এবার লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীররঞ্জন চোধুরী বললেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ এরা নিজেরাই তো অনুপ্রবেশকারী।’ এদিন সংবাদ সংস্থাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অধীরবাবু বলেন, ‘সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার এই এনআরসি এনআরসি নিয়ে এতো মাতামাতি করছে যাতে, ভারতের আসল নাগরিকরাও চিন্তায় পড়ে গেছে।’

Advertisement
Advertisement

এরপরই তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ এরাও তো অনুপ্রবেশকারী। গুজরাট থেকে দিল্লিতে এসে বসেছেন।’ বহরমপুরের সাংসদ অধীরবাবু আরও বলেন, ‘দেশের সাধারণ মানুষ এসব এনআরসি নিয়ে ভাবেনা, তাদের সকালে উঠে প্রধান চিন্তা সারাদিন কি খাবেন। তাদের কাছে এসবের কোনো গুরুত্ব নেই। কাগজপত্র নিয়ে ভাবার সময় তাদের কাছে নেই।’

Advertisement

সম্প্রতি রাজ্যে হওয়া তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে হারার প্রধান কারণ হিসেবে এই এনআরসিকেই দায়ী করেছেন বিজেপির একাংশ। এদের মতে এনআরসি নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। গত মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় বিজেপি নেতা কর্মীদের বলেন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে এনআরসি নিয়ে বোঝাতে। এদিন অধিররঞ্জন চৌধুরী সেই অমিত শাহ আর নরেন্দ্র মোদিকেই অনুপ্রবেশকারী বলে আক্রমণ করলেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button