বলিউডবিনোদন

সলমনকে ছেড়ে এবারে বিরাটের দাদাকে বিয়ে করবেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা

খুব শীঘ্রই বিরাট কোহলির বৌদি হতে চলেছেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা

×
Advertisement

বলিউডে এই মুহূর্তে যে কয়েকজন নায়িকা সবথেকে জনপ্রিয় তাদের মধ্যে অবশ্যই একজন হলেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা। তার অভিনয় দক্ষতার জন্য তিনি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা পেয়েছেন। তার ভক্তের সংখ্যার ইয়ত্তা নেই। কিছুদিন আগে এই অভিনেত্রীর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে উঠেছিল, যেখানে দেখা যাচ্ছিল, তিনি নাকি সলমন খানের সঙ্গে বিয়ে করে ফেলেছেন এবং তারা সংসার করতে চলেছেন। তবে এই পুরো খবরটি একেবারেই ছিল ভুয়ো এবং এই খবরের কোনরকম সত্যতা যে নেই, এই বিষয়টা খোদ সোনাক্ষী সিনহা নিজেই পরিষ্কার করে দিয়েছেন। তবে, তার থেকেও বেশি বিতর্কে তিনি এখন আছেন তার বিয়ের কথা নিয়ে। তবে এই মুহূর্তে তাকে নিয়ে আরো একটি বড় খবর সামনে আসছে যা আপনাকে একে একেবারে চমকে দিতে চলেছে। শোনা যাচ্ছে, তিনি নাকি খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির বৌদি হতে চলেছেন।

Advertisements
Advertisement

এই খবরটি সামনে আসার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এখন বিরাট এবং সোনাক্ষীকে নিয়ে একাধিক পোস্ট আসতে শুরু করেছে। কিভাবে তিনি বিরাটের পরিবারের অংশ হচ্ছেন, সেটা জানতে সবাই বেশ উৎসুক। তবে, বিরাটের দাদা কে? কার সাথে বিয়ে হচ্ছে সোনাক্ষী সিনহার? এই সমস্ত খবরাখবর কি একেবারে সত্যি সবকিছুই আপনাদের জানাবো এই আর্টিকেলে।

Advertisements

আদতে কিন্তু এই খবরটি অর্ধসত্য। বলতে গেলে, বিরাট কোহলি এবং সোনাক্ষী সিনহা দুজনেই তাদের নিজের নিজের জগতের সুপারস্টার। দুজনের কোথায় সোশ্যাল মিডিয়ায় একেবারে চর্চার মধ্যেই থাকে। কিন্তু, যখন সলমন খানের সঙ্গে সোনাক্ষী সিনহার বিয়ের ছবি হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠে সেই সময় থেকেই তারা দুজনে নতুন করে সংবাদের শিরোনামে উঠে আসেন। তার সাথেই উঠে আসে সোনাক্ষী সিনহার বিয়ের কথাও, যা নিয়েই আজকের মুখ্য আলোচনা। তিনি নাকি এবারে সরাসরি বিরাটের বৌদি হতে চলেছেন। এই খবর সামনে আসার সঙ্গে সঙ্গেই সকলের মনে প্রশ্ন ওঠে, কিভাবে তিনি বিরাটের পরিবারের অংশ হচ্ছেন? কার সাথে বিয়ে হচ্ছে তার?

Advertisements
Advertisement

জানিয়ে রাখি, বিরাট কোহলির পরিবারের সরাসরি অংশ কিন্তু তিনি হচ্ছেন না। তিনি আদতে বিরাটের দাদাসম বন্ধু বান্টি সচদেভার সঙ্গে বিয়ে করতে চলেছেন খুব শীঘ্রই। কিছুদিন আগে তার সঙ্গে সলমন খানের বিয়ের গুঞ্জন রটে গিয়েছিল সর্বত্রই। কিন্তু সেই সমস্ত কিছুকে পিছনে ফেলে সোনাক্ষী জানিয়ে দিয়েছেন এইসব কিছুই শুধুমাত্র ভাওতা। তিনি আসলে বিয়ে করতে পারেন বান্টিকে। যেহেতু বান্টি সচদেভা বিরাটের দাদার মত, সেই সূত্রেই সোনাক্ষী বিরাটের বৌদি হলেন।

Related Articles

Back to top button