ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিনিউজ

Aadhaar: আধার কার্ড দিয়ে হবে না আর কোন জালিয়াতি, জানুন কীভাবে নিজেকে সুরক্ষিত করবেন?

আধার কার্ড আজকের দিনে একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে

Advertisement
Advertisement

আধার কার্ড আজকের দিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারের মোবাইল নম্বর প্যান কার্ড এবং ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা একেবারে বাধ্যতামূলক করে দিয়েছে। অনেকেই সরকারি এবং বেসরকারি কাজে আধার কার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু এখনকার দিনে আধার কার্ড অনেক জায়গাতেই অপব্যবহৃত হচ্ছে। অনেকের সঙ্গেই প্রতারণার মত ঘটনাও ঘটেছে এই আধার কার্ড নিয়ে। সম্প্রতি এরকম পরিস্থিতিতে জালিয়াতি রুখতে একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছে ভারত সরকার। জানা যাচ্ছে এবার থেকে আপনারা আধার কার্ড লক করতে পারবেন। আধার কার্ড লক হয়ে গেলে আপনার ডেটা একেবারে সুরক্ষিত থাকবে, যার ফলে আপনার কোন রকম কোন অসুবিধা হবে না।

Advertisement
Advertisement

আপনি আধার কার্ড দিয়ে আপনার বায়োমেট্রিক বিবরণ সম্পূর্ণভাবে লক রাখতে পারেন। এরপরে কেউ আপনার আধার কার্ডের অপব্যবহার করতে পারবে না। এছাড়াও আপনি আধার কার্ড আনলক করতে পারেন যখনই আপনার প্রয়োজন হবে। যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় তাহলে প্রথমে আপনাকে আধার কার্ড লক করতে হবে। আধার কার্ডে উপস্থিত আধার নম্বর নিয়ে আপনার নামে কেউ জালিয়াতি করতেই পারে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি আধার কার্ড লক করতে পারবেন।

Advertisement

আধার কার্ড লক করতে হলে আপনাকে আপনার ফোন থেকে ১৯৪৭ নম্বরে এসএমএস করতে হবে। প্রথমে আপনাকে GETOTP লিখে তারপর আপনার আধার কার্ডের শেষ চারটি অথবা আটটি ডিজিট লিখতে হবে। এরপর মেসেজ করলে আপনার কাছে একটি ওটিপি আসবে।

Advertisement
Advertisement

এরপরে আপনাকে LOCK UID লিখে স্পেস দিতে হবে এবং তারপর আবার আপনার আধার কার্ডের শেষ চারটি অথবা আটটি ডিজিট লিখে তারপর স্পেস দিয়ে ওটিপি লিখে ১৯৪৭ নম্বরে এসএমএস করতে হবে। তাহলেই আপনার আধার কার্ড লক হয়ে যাবে।

Advertisement

Related Articles

Back to top button