নিউজদেশরাজ্য

বাড়ল রেশন-প্যান কার্ড লিংক করার সময়সীমা! আজকেই আপডেট করুন, নইলে পড়বেন মহাবিপদে

কোন ব্যক্তিকে রেশন কার্ডের সুবিধা পেতে হলে, রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করতে হবে ওই ব্যক্তিকে।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারের একের পর এক সিদ্ধান্তে যখন গোটা ভারত তোলপাড়, তখন জনসাধারণের চোখের ঘুম উড়েছে কোন সিদ্ধান্তকে মান্যতা দেবে, তাই ভেবে। আজ্ঞে হ্যাঁ, আধার কার্ডের সাথে ডকুমেন্টস আপডেট করা কিংবা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার মত একাধিক যুগান্তকারী পদক্ষেপ কয়েক মাসের মধ্যে নিয়েছে কেন্দ্রীয় সরকার। যেখানে ভারতের লক্ষাধিক মানুষ সুবিধা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে নির্দিষ্ট তথ্য না জানার কারণে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য কেন্দ্রীয় সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisement
Advertisement

ভারতে এই মুহূর্তে কয়েক লক্ষ ভূয়া রেশন কার্ড ধারী নিয়মিত সরকারি কোষাগার থেকে রেশন অপসারণ করছে। যার ফলে গরিব মানুষেরা নির্দিষ্ট পরিমাণ রেশন থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। এবার কেন্দ্রীয় সরকার সেই সমস্ত ভুয়া রেশন কার্ডধারীদের বিপক্ষে বড় সিদ্ধান্ত নিতে চলেছে। ভারতের যে সমস্ত ভুয়া রেশন কার্ড রয়েছে, তা বাতিল করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্পের সূচনা হয়েছে।

Advertisement

এবার থেকে কোন ব্যক্তিকে রেশন কার্ডের সুবিধা পেতে হলে, রেশন কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত করতে হবে ওই ব্যক্তিকে। আজ্ঞে হ্যাঁ, রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করা না থাকলে সেই সমস্ত রেশন কার্ডগুলিকে বাতিল বলে ঘোষণা করা হবে সরকারের পক্ষ থেকে। আমরা আপনাদের বলে রাখি, রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করার সময়সীমা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে এবার সেই সময়সীমার মেয়াদ আরও কিছুটা বাড়িয়েছে সরকারি ভবন। ভারতের সাধারণ নাগরিকদের জন্য রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করার শেষ সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে যে ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করবেন না, তার রেশন কার্ড বাতিল বলে গণ্য হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button