নিউজরাজ্য

আজ থেকে চালু হচ্ছে ১৪টি ইন্টারসিটি এক্সপ্রেস, দেখে নিন পুরো তালিকা

পূর্ব রেলওয়ে জানিয়ে দিয়েছে এই সব ট্রেনের টিকিট রেলওয়ে টিকিট কাউন্টার থেকে কাটা সম্ভব হবে

Advertisement
Advertisement

করোনাভাইরাস পরিস্থিতি বর্তমানে অনেকটা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। এই পরিস্থিতিতে সোমবার থেকে ১৪ টি ইন্টারসিটি এক্সপ্রেস চলাচল করবে বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেলওয়ে। সোমবার থেকে ১১ টা ইন্টারসিটি এক্সপ্রেস চলবে। এবং মঙ্গলবার থেকে আরও তিনটি ইন্টারসিটি এক্সপ্রেস এর যাত্রা শুরু হবে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। আপাতত, এই ট্রেন গুলি রুট পরিবর্তিত হচ্ছে না, তবে এই ট্রেনে চলতে গেলে যাত্রীদের যথাযথ করোনাভাইরাস বিধি মানতে হবে। অন্যান্য বিধির কোনো রকম পরিবর্তন হবে না।

Advertisement
Advertisement

সোমবার থেকে যে সমস্ত ইন্টারসিটি এক্সপ্রেস চলবে –

Advertisement

1. 02341/02342 হাওড়া-আসানসোল- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ( প্রতিদিন চলবে )

Advertisement
Advertisement

2. 03011/03012 হাওড়া-মালদা টাউন – হাওড়া ইনটারসিটি এক্সপ্রেস (প্রতিদিন চলবে)

3. 02337/02338 হাওড়া-বোলপুর শান্তিনিকেতন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (চলবে প্রতিদিন)

4. 02339 হাওড়া-ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস (প্রতিদিন চলবে)

5. 03187/03188 শিয়ালদা – রামপুরহাট – শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস (প্রতিদিন চলবে )

6. 03465/03466 হাওড়া – মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ( প্রতিদিন চলবে )

মঙ্গলবার থেকে চলবে যে সমস্ত ইন্টারসিটি এক্সপ্রেস –

1. 03511/03512 টাটানগর – আসানসোল – টাটা নগর ইন্টারসিটি এক্সপ্রেস ( মঙ্গলবার, শুক্রবার, এবং রবিবার চলবে )

2. 02340 ধানবাদ – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ( প্রতিদিন চলবে )

বুকিং – পূর্ব রেল জানিয়ে দিয়েছে ২৮ ও ২৯ জুন যাত্রা করার জন্য 02341, 02342, 02337 02338, 02339, 03512, 03011, 03012, 03512, 03465, 03187, ও 03188 নম্বর ট্রেনের টিকিট কাটা যাবে সোজা টিকিট কাউন্টার থেকেই।

Advertisement

Related Articles

Back to top button