দেশনিউজ

দেশজুড়ে ৯৬০ টি ট্রেনে তৈরি হল আইসোলেশন কোচ, করোনা মোকাবিলায় বিশেষ উদ্যোগ রেলের

Advertisement
Advertisement

দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ড তৈরির জন্য আরও ৯৬০ টি কোচ দেওয়া হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এই ৯৬০ টি কোচ দেওয়া হবে দিল্লি, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে। এই রাজ্য গুলির মধ্যে দিল্লিতে দেওয়া হবে সবচেয়ে বেশি কোচ। ৫০৬ টি কোচ দেওয়া হবে শুধুমাত্র দিল্লিতে। উত্তরপ্রদেশে দেওয়া হবে ৩৭২ টি, তেলেঙ্গানায় ৬০ টি, অন্ধ্রপ্রদেশে ২০ টি এবং মধ্যপ্রদেশে ৫ টি কোচ দেওয়া হবে।

Advertisement
Advertisement

গত সপ্তাহে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, আইসোলেশনের জন্য দিল্লিতে জুলাইয়ের শেষ পর্যন্ত দেড় লক্ষ বেড প্রয়োজন। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রেলের তরফে ৫০০ টি কোচ দিল্লিতে দেওয়া হবে। সমস্ত কোচ মিলিয়ে মোট ৮০০০ বেড থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছিলেন, সরকার দিল্লির বিভিন্ন স্টেডিয়াম, হোটেল, বড় হল গুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার চেষ্টা করছে। দিল্লিকে দেওয়া এই ৫০০ টি আইসোলেশন কোচ দিল্লির নয়টি বিভিন্ন স্টেশনে রাখা থাকবে, যার মধ্যে শুধুমাত্র আনন্দ বিহার স্টেশনেই থাকবে ২৬৭ টি।

Advertisement

রেল মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই আইসোলেশন কোচ গুলি সংশ্লিষ্ট রাজ্যের চিফ মেডিক্যাল অফিসারের তত্ত্বাবধানে থাকবে এবং তারাই প্রয়োজনীয় চিকিৎসক এবং চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করবে। রেলের তরফে এখনো পর্যন্ত সারা দেশে ৫,২৩১ টি কোচ আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হয়েছে। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশেও পাঠানো হবে আইসোলেশন কোচ। উত্তরপ্রদেশে পাঠানো ৩৭২ টি কোচ লখনউ, বারাণসী, ভাদোহি, ফৈজাবাদ, এবং সাহারানপুর সহ ২৩ টি স্থানে রাখা হবে। মধ্যপ্রদেশে পাঠানো ৫ টি কোচই গোয়ালিয়রে রাখা হবে। অন্ধ্রপ্রদেশে পাঠানো ২০ টি কোচ বিজয়ওয়াড়ায় এবং তেলঙ্গানার সেকেন্দ্রাবাদ, কাচগুদা এবং আদিলাবাদে ৬০ টি কোচ রাখা হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button