নিউজদেশ

8th Pay Commission: সুখবর পেলেন কেন্দ্রীয় কর্মীরা! অষ্টম বেতন কমিশনের নতুন আপডেট

সপ্তম বেতন কমিশন শেষবার ২০১৬ সালে কার্যকর হয়েছিল

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকার সব সময় ভারতের সাধারণ কর্মীদের জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। তারা মাঝে মধ্যেই এমন কিছু সুখবর মানুষদের দিয়ে থাকে, যা শুনলে তারা রীতিমতো আমোদিত হয়ে উঠতে পারেন। এবারে সেরকম একটি খবর চলে এলো কেন্দ্রীয় কর্মচারীদের জন্য। সারা দেশের কর্মচারীরা এখন অষ্টম বেতন কমিশনের জন্য অপেক্ষা করছেন। সম্প্রতি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বাড়িয়ে একটি বড় উপহার দিয়েছে মোদী সরকার। এরপর অষ্টম বেতন কমিশন আমল হলে ব্যাপক খুশি হবেন সরকারি কর্মচারীরা।

Advertisement
Advertisement

বেশ কিছু রিপোর্ট অনুসারে মোদী সরকার খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশন নিয়ে আসতে চলেছে। কেন্দ্রীয় সরকার আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে অষ্টম বেতন কমিশন গঠন করতে পারে, তার পরেই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। সপ্তম বেতন কমিশন শেষবার ২০১৬ সালে কার্যকর হয়েছিল। তবে পরবর্তী বেতন কমিশন গঠনের বিষয়ে সরকার কিছু অফিসিয়ালি জানায়নি। কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

Advertisement

অষ্টম বেতন কমিশন তৈরি হলে ব্যাপক লাভবান হবেন কর্মচারীরা। এর পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও সরকার কিছু সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানের ২.৬০ গুন ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে ৩ গুন করা হতে পারে। যদি ফিটমেন্ট ফ্যাক্টর ৩ গুণ বাড়ানো হয়, তাহলে মূল ন্যূনতম বেতন ৮০০০ টাকা বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী, বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button