ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

7th pay commission: সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, এবারে ন্যূনতম যোগ্যতায় হয়ে যাবে পদোন্নতি, ঘোষণা কেন্দ্রের

এই নতুন ঘোষণায় কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের জন্য নতুন আপডেট জারি করেছে

Advertisement
Advertisement

ভারত সরকার এবারে তাদের কর্মীদের জন্য একটা নতুন আপডেট নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি বেতনের জন্য বিশাল বড় আপডেট নিয়ে হাজির হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। মনে করা হচ্ছে এবারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের পদোন্নতি হতে চলেছে। তাদের সকলের মাসিক আয় অনেকটাই বাড়বে বলেও মনে করা হচ্ছে। সপ্তম বেতন কমিশনের অধীনে একটি নতুন আপডেট জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীদের পদোন্নতি দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতার বিষয়ে সংশোধনী নিয়ে হাজির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সংশোধনী সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা প্রতিরক্ষা কর্মচারী এবং সৈন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Advertisement
Advertisement

২২ আগস্ট অফিস স্মারকলিপিতে সার্ভিস ডিফেন্স অসামরিক কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে নতুন যোগ্যতা জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রণালয়। এক্ষেত্রে কর্মচারীদের পদোন্নতির জন্য একটা বিশেষ মানদন্ড জারি করা হয়েছে। জানানো হয়েছে এবার থেকে একটা অভিজ্ঞতা থাকার পরেই কর্মচারীদের পদোন্নতি হবে। পদোন্নতির বিষয়ে বিভিন্ন স্তরের বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। লেভেল ১ থেকে ২ এর জন্য থাকতে হবে তিন বছরের অভিজ্ঞতা। লেভেল ১ থেকে ৩, ৩ বছরের অভিজ্ঞতা, লেভেল ২ থেকে ৪, ৩ থেকে ৮ বছরের অভিজ্ঞতা। একইভাবে, ১৭ লেভেল পর্যন্ত কর্মচারীদের ১ বছর থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকলে পদোন্নতি দেওয়া হবে।

Advertisement

অবিলম্বে কার্যকর করার আদেশ

Advertisement
Advertisement

প্রতিরক্ষা মন্ত্রকের শেয়ার করা তথ্য অনুযায়ী, এই নতুন আপডেট অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ এই যোগ্যতার আওতায় আসা সকল কর্মচারীকে অবিলম্বে পদোন্নতি দেওয়া হবে। তবে কত কর্মচারীদের পদোন্নতি দেওয়া হবে তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।

Advertisement

Related Articles

Back to top button