ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশরাজ্য

মহার্ঘ ভাতার পাশাপাশি দেওয়া হবে বকেয়াও, বড় অনুমোদন দিল ৭ম বেতন কমিশন – 7th PAY COMMISSION

ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ৭ম বেতন কমিশন।

Advertisement
Advertisement

অবশেষে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য বড় সুখবর দিতে চলেছে ৭ম বেতন কমিশন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক তথ্যে জানানো হয়েছে, শুধুমাত্র মহার্ঘভাতা বৃদ্ধি পাচ্ছে না কর্মচারীদের, তার সাথে বকেয়া মহার্ঘ ভাতাও পরিশোধ করার পরিকল্পনা করা হয়েছে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কর্মীরা বকেয়া মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করছেন। সেই সঙ্গে পুনঃনির্ধারিত মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্যেও একাধিকবার আবেদন জানিয়েছেন।

Advertisement
Advertisement

আমরা আপনাদের বলি, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ৭ম বেতন কমিশন। জানা যাচ্ছে, খুব শীঘ্রই করোনা মহামারির জন্য আটকে থাকা বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধ করার কার্যক্রম শুরু করেছে ভারত সরকারের বেতন কমিশন। তবে কবে থেকে কেন্দ্রীয় সরকারের কর্মীদের একাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি।

Advertisement

পাশাপাশি এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বৃদ্ধি করার জন্য দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছিলেন, তার পরিপ্রেক্ষিতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বেতন কমিশন। যতদূর জানা যাচ্ছে, মহার্ঘ ভাতা ৫ শতাংশের পরিবর্তে ৪ শতাংশ বৃদ্ধি করতে চলেছে ৭ম বেতন কমিশন।

Advertisement
Advertisement

সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সর্বমোট ৪৬ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছেন। উল্লেখ্য, বর্তমানে মোদি সরকারের কর্মীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। আমরা আপনাদের বলি, ইতিমধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছে বেতন কমিশন। শুধুমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য নির্দেশিকাটি অপেক্ষায় রয়েছে। তবে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরু থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা।

Advertisement

Related Articles

Back to top button