দেশনিউজ

২০০০ টাকার নোটের পর ৫০০ টাকা নিয়ে বড় আপডেট দিল সরকার, জানুন বিস্তারিত

২০১৬ সালের নভেম্বরে নোটবন্দির ঘোষণার পর ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল করে দেওয়া হয়েছিল

Advertisement
Advertisement

২০০০ টাকার নোট বাতিলের পর ৫০০ টাকার নোটও বাতিল করা হবে নাকি, এই আশঙ্কার জের ধরে জনমনে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, ৫০০ টাকার নোট বাতিল করার কোন পরিকল্পনা নেই। এছাড়াও, ১০০০ টাকার নোট পুনরায় চালু করার বিষয়টিও উড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

সম্প্রতি বর্ষা অধিবেশনে অর্থ মন্ত্রকের কাছে ৫০০ টাকার নোট বাতিল এবং অর্থনীতিতে ১০০০ টাকার নোট পুনঃপ্রবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। এর উত্তরে অর্থ মন্ত্রক স্পষ্ট করে জানায় যে, ৫০০ টাকার নোট বাতিলের কোন চিন্তাভাবনা তাদের নেই। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে নোটবন্দির ঘোষণার পর ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল করে দেওয়া হয়েছিল। এর পরিবর্তে বাজারে ৫০০ ও ২০০০ টাকার নতুন নোট চালু করা হয়েছিল।

Advertisement

এ বছরের মে মাসে রিজার্ভ ব্যাঙ্ক ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে ২০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমা বাড়ানোর কোন পরিকল্পনাও নেই বলে স্পষ্ট করে জানিয়েছে সরকার। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বর্তমানে দেশে বিভিন্ন মূল্যমানের পর্যাপ্ত পরিমাণে ব্যাঙ্ক নোট মজুত রয়েছে। তাই ২০০০ টাকার নোট বাতিলের ফলে বাজারে নোটের সংকট দেখা দেওয়ার সম্ভাবনা নেই।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button