নিউজ

370 বাতিল নিয়ে পাকিস্তান কী হুমকি দিলো ভারতকে!

×
Advertisement

রাজীব ঘোষ : পাকিস্তান জম্মু–কাশ্মীর নিয়ে বারবার নাক গলানোর চেষ্টা করেছে।আমরা কাশ্মীরবাসীদের পাশে রয়েছি–এমন বার্তা দিতে শোনা গিয়েছে পাকিস্তানকে। 370 ধারা নিয়ে পাকিস্তান ভারত সরকারকে আক্রমণ করে কাশ্মীরবাসীদের উদ্দেশ্যে এদিন ফের একই বার্তা দিলো।পাক বিদেশ মন্ত্রক সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীরের রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক বিকাশের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।ভারত এই প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্হায়ী সদস্য চিন,ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং আমেরিকাকে জানালো।

Advertisements
Advertisement

মোদী সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করে পাকিস্তান হুশিয়ারি দিয়েছে, ভারত সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তারা সম্ভাব্য সবরকম পদক্ষেপ করবে।এব‍্যাপারে আইনি রাস্তার পথে হাটতে চলেছে তারা।পাক বিদেশ মন্ত্রকের তরফে সোমবার এক বিবৃতি দিয়ে জানানো হয়, ভারত জম্মু–কাশ্মীর নিয়ে যে পদক্ষেপ করলো,তা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিয়মের পরিপন্থী।একক ভাবে ভারত কাশ্মীরের মর্যাদা বদলাতে পারবে না।জম্মু–কাশ্মীরের মানুষ এবং পাকিস্তান তাদের এই সিদ্ধান্ত মেনে নেবে না।

Advertisements

বিবৃতিতে বলা হয়েছে, জম্মু–কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক বিতর্ক রয়েছে।পাকিস্তান যেহেতু এই বিতর্কের একটা অংশ, এই প্রক্রিয়া ঠেকাতে যা আইনি পদক্ষেপের প্রয়োজন তারা তাই করবে।পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ এর চেয়ারম্যান তথা বিরোধী নেতা শাহবাজ শরিফ বলেন, মোদী সরকারের এই সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জ বিরোধী।এক প্রকার দেশদ্রোহ।যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button