নিউজ

রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ছুটি ঘোষণা!

Advertisement

উত্তর থেকে দক্ষিণ ঝড়বৃষ্টির দাপটে কাঁপতে চলেছে এমনটাই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। পরিস্থিতির কোনো পরিবর্তন হবেনা, একইরকম থাকবে। আগামী ২৪ ঘণ্টা ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু পরের ২৪ ঘণ্টা ধীরে ধীরে কমবে বৃষ্টি জানিয়েছে, মৌসম ভবন। ওদিকে মুম্বাই এ অতিবৃষ্টির জেরে মুম্বাই এর নিচু জায়গাগুলোয় জল জমেছে। এছাড়া ট্রেন লাইনে জল জমার জন্য বাতিল করা হয়েছে বহু ট্রেন।

বৃষ্টির জন্য আজ মুম্বাই এর সমস্ত স্কুল–কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। কারন এই ঝড়বৃষ্টির সময় রাস্তায় বেরোলে যেকোনো রকম অসুবিধার মুখে পড়তে হতে পারে। তবে, বেশ কিছু সরকারি অফিস খোলা রয়েছে আজ। যে সমস্ত সরকারি দফতরগুলি জরুরি পরিসেবা দেয় সেই দফতরগুলিতে কষ্ট করেই যাচ্ছেন সরকারি কর্মীরা।খুব প্রয়োজন না হলে বেসরকারি অফিসগুলিও বন্ধ রয়েছে মুম্বইতে।

Related Articles

Back to top button