কলকাতানিউজ

আগামিকাল থেকে বন্ধ থাকবে এই ১১টি রুটের বাস পরিষেবা

×
Advertisement

কলকাতা: করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ লকডাউন হওয়ার সময় অন্যান্য যান পরিষেবার পাশাপাশি বন্ধ ছিল বাস পরিষেবা। কিন্তু আনলক পর্ব শুরু হতেই বাস পরিষেবা চালু হয়। যদিও প্রথমদিকে ভাড়া নিয়ে সরকার এবং বাস সিন্ডিকেটের মধ্যে একটা গন্ডগোল দেখা দেয়। কিন্তু পরবর্তীকালে সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে বাসে যাতায়াত করছে নিত্যযাত্রীরা। তাও ভাড়া বাড়ানোর দাবি না মেটায় আগামিকাল, বুধবার থেকে কলকাতার ১১টি রুটের বাস পরিষেবা বন্ধ থাকবে। আজ, মঙ্গলবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকেরা। সপ্তাহের তৃতীয় দিন থেকে বাস পরিষেবা থমকে যাওয়ার ফলে সমস্যায় পড়তে পারেন নিত্যযাত্রীরা।

Advertisements
Advertisement

এ প্রসঙ্গে বাস মালিকদের দাবি, তেলের দাম প্রচুর বেড়ে গিয়েছে। যাত্রী আগের মত হচ্ছে না। ভাড়া বাড়ানের কথা বললেও তা মানা হয়নি। তাই এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। তবে আগামিকাল থেকে ১১টি রুটের বাস পরিষেবা বন্ধ হওয়ার কথা ঘোষণা করা হলেও কবে পরিষেবা চালু হবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Advertisements

এবার এক নজরে দেখে নিন কোন কোন রুটের বাস পরিষেবা বন্ধ থাকবে।…

Advertisements
Advertisement

১২, ১২এ, ১২বি, ১২সি, ১, ১বি, ১এ, ৪২এ/বি, ১২৩, ১৬১, ৩৯-এই মোট ১১টি রুটের বাস পরিষেবা আগামীকাল থেকে বন্ধ থাকবে।

Related Articles

Back to top button