কলকাতানিউজরাজ্য

৩৩ জন করোনা এবং বাকি ৭২ জন অন্য অসুখে মারা গেছেন, জানালেন মুখ্যসচিব

×
Advertisement

রাজ্যে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বাড়ছে। এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। এতে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ১০৫ জন করোনা পজিটিভের মৃত্যু হয়েছে। তবে প্রত্যেকেই করোনায় নয়, ৩৩ জন করোনা এবং বাকি ৭২ জন অন্য অসুখে মারা গেছেন।

Advertisements
Advertisement

ইতিমধ্যেই রাজ্যে নতুন করে ৩৭ জন আক্রান্ত হয়ে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৭২ জন। মৃত ১০৫ জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে অডিট কমিটি। একটি সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব বলেন, “২৯শে এপ্রিল পর্যন্ত করোনা আক্রান্ত ছিলো মোট ৫৫০ জন। এরপর ৩০শে এপ্রিল পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ৫৭২ এ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন ১৫ জন। আজ যতগুলো পজিটিভ কেস পাওয়া গেছে তার মধ্যে বেশিরভাগই কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনার। শুধু তাই নয় মোট আক্রান্তের ৮০ শতাংশই এই তিন জেলার বাসিন্দা। এছাড়া হুগলি থেকেও কয়েক জন আক্রান্ত এসেছেন।”

Advertisements

অন্যদিকে রাজ্যে করোনা মোকাবিলায় সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের ৬৭টি হাসপাতালে করোনা আক্রান্তদের পরিষেবা দেওয়া এবং কলকাতার ৫টি হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button