সনাতন ধর্ম মতে আমরা বিভিন্ন দেব দেবীর পূজার্চনা করে থাকি। তবে সেই পূজার্চনা যদি সঠিক না হয়, তাহলে তা সংসারে শান্তির পরিবর্তে নিয়ে আসতে পারে অশান্তি। মঙ্গলের পরিবর্তে আসে অমঙ্গল। সুখের পরিবর্তে আনতে পারে দুঃখের রাশি। প্রত্যেক বাড়ীতে ঠাকুর ঘর থাকেই। ঠাকুর ঘরে দেব দেবীর আসনে সব দেব দেবীকে এক স্থানে রাখা চলে না। কিছু দেব দেবী একসাথে রাখলেও সংসারে আসতে পারে অশুভ ছায়া। ভুলেও কখনো ঠাকুর ঘরে তিনটি গণেশ মূর্তি রাখবেন না। দেব দেবীর কোনো মূর্তি বা ছবি উল্টো করে রাখা উচিৎ নয়। বাড়িতে নটরাজ মূর্তি রাখা উচিৎ নয়।
নটরাজ মূর্তি ধ্বংসের প্রতিক। তাই নটরাজ মূর্তি বাড়িতে রাখা উচিৎ নয়। ঠাকুর ঘরে দুটি শিব লিঙ্গ একসাথে কখনও রাখা উচিৎ নয়। অনেকেই ঠাকুর ঘরে মৃত ব্যাক্তির ছবি রাখেন। এটা কখনই উচিৎ নয়, সে ক্ষেত্রে সাধারণ মানুষকে দেবতার সঙ্গে তুলনা করা হয়। রাধা কৃষ্ণের মূর্তির সাথে কখনও মীরা বাঈকে রাখা উচিৎ নয়।ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের ছবির সাথে অন্য কোনো দেবতাকে রাখা উচিৎ নয়। এছাড়া সব থেকে প্রধান বিষয় হলো, ঠাকুর ঘরের পাশে কখনো বাথরুম বা রান্না ঘর যেনো না থাকে।