মাত্র কয়েক মাস আগে তৃতীয় বারের জন্য সাত পাকে বাঁধা পড়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। প্রথম দুটো বিয়ে নিয়ে সুখী না হলেও তৃতীয় বারের বিয়েতে যে শ্রাবন্তী বেশ খুশি তা বোঝাই যায় সামাজিক মাধ্যমে ছবি শেয়ার দেখে। মাঝেমাঝেই রোশন-শ্রাবন্তী জুটি বেরিয়ে পড়েন সময় কাটাতে। শুধু তাই নয় স্ত্রীর শারীরিক ফিটনেসের জন্য রোজই ফিটনেস ট্রেনিং দেন রোশন। কয়েকদিন আগে হানিমুনে গিয়ে ছবি শেয়ার করেছিলেন তিনি।
মাঝমাঝেই রোমান্টিক মুহুর্তের ছবি শেযার করেন শ্রাবন্তী। যেখানে দুজনকে কখনও ক্যান্ডেল লাইট ডিনার করতে আবার কখনও একান্তে রোমান্টিক মুডে দেখা যায়। এবার সেই শ্রাবন্তী ও রোশন জুটি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করলেন যা রীতিমতো ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। সেই ছবিতে শ্রাবন্তী ও রোশনকে পাশাপাশি দাঁড়িয়ে ফটোশ্যুট করতে দেখা গেছে। যা দেখে তাঁদের পাশে থাকা এটি পাঁচিলে বসে থাকা হনুমান মাথায় হাত দিচ্ছেন। ছবিটি দেখে হাসিতে ফেটে পড়েছেন সকলেই। অনেকে আবার তীর্যক কমেন্টও করেছেন। কিন্তু তা দেখে যে অভিনেত্রী বেশ মজা পেয়েছেন তা বোঝাই যাচ্ছে।