শেষমেশ বিরাট, রোহিতদের কোচ কে হতে চলেছেন? বিসিসিআই কাকে বেছে নিচ্ছেন, জানুন বিস্তারিত!
বিরাট-রহিতদের হেড কোচ কে হতে চলেছেন তা নিয়ে ক্রিকেটমহলে বিতর্ক তুঙ্গে। বিসিসিআই কাকে বেছে নিচ্ছেন তার দিকে তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর ভারতীয় দল একেবারেই ভেঙ্গে পড়েছে। প্রতিদিনই দলের ভিতর থেকেই বেরিয়ে আসছে একের পর এক ক্ষোভ। একাধিক রাজনীতি চলছে ভারতীয় টিমের ড্রেসিংরুমে। সবচেয়ে বড় প্রশ্ন হল কোচ রবি শাস্ত্রী কে নিয়ে। বিসিসিআই এবার তাকে বাদ দিতে চলেছে এমনটাই সূত্রের খবর।
নতুন কোচ খুঁজতে শুরু করেছে বিসিসিআই। বিরাটদের নতুন কোচ কে হবে তা ঠিক করবেন কপিল দেবের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি। তারাই বেছে নেবে কোচ ও সাপোর্ট স্টাফ। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল নতুন হেড কোচ এবং সাপোর্ট স্টাফ পেতে চলেছে। কোচ রবি শাস্ত্রী এবং সাপোর্ট স্টাফদের সময়সীমা বিশ্বকাপ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের সময়সীমা বাড়ানো হয়েছে। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ২০০০ জন ভারতীয় দলের কোচের পদের জন্য আবেদন করেছেন। এই ২০০০ জনের মধ্যে থেকে ৬ জনকে বিসিসিআই শর্টলিস্টেড করেছে।
এই ৬ জনের মধ্যে থেকে হেড কোচ বাছার জন্য বিসিসিআই ১৬ ই আগষ্ট মুম্বাইতে ডেকে পাঠিয়েছে। বিসিসিআই যে ৬জনের নাম শর্টলিস্টেড করেছে তাতে বর্তমান হেড কোচ রবি শাস্ত্রীরও নাম রয়েছে। এছাড়া যারা আছেন তারা হল- প্রাক্তন ভারতীয় ফিল্ডিং কোচ রবিন সিং, সানরাইজার্স হায়দ্রাবাদ এর কোচ টম মুডি, আফগানিস্তান দলের কোচ ফিল সিমন্স, ভারতীয় দলের প্রাক্তন ম্যানেজার লালচন্দ রাজপুত এবং নিউজিল্যান্ড দলের প্রাক্তন কোচ মাইক হেনস।