শিরোনাম দেখে ঘাবড়ে গেলেন নিশ্চয়ই? তা তো একটু ঘাবড়াবার কথা। চলচ্চিত্র পরিচালকের ছেলে আবার কুলি? এ আবার হয় নাকি? কিন্তু এমনটাই ঘটেছে যদিও রিয়েল লাইফে নয় রিল লাইফে। আর সেই কুলি হলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে। তাহলে আর কারও বুঝতে বাকি নেই যে কার কথা বলতে চলেছি। হ্যাঁ ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি করি নাম্বার ওয়ান এ, বরুণ ধাওয়ানকে দেখা যেতে চলেছে কুলির ভূমিকায়।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবির পোস্টার যা ঘিরে এখন উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। গোবিন্দ করিশ্মার জুটির সিনেমার রিমেকে এবার বরুণ আর সারা আলি খান। কমেডি চরিত্রের অভিনেতা গোবিন্দার ভূমিকায় বরুণ ধাওয়ানকে কতটা মানাবে এই নিয়ে জল্পনা ছিল। কিন্তু ফার্স্ট লুক ও পোস্টারে গ্রেট পার্সোনালিটির বরুণ ধাওয়ানকে দেখে সকলেরই চোখ কপালে উঠেছে। সেই ছবিতে বরুণকে লাল শার্ট আর সাদা প্যান্ট পরে দেখা গিয়েছে মাথায় কুলিদের টুপি।
ঠিক যেন গোবিন্দার মতো। তবে সময়ের পার্থক্যে গোবিন্দা তখন সেজে ছিলেন তখনকার দিনের কুলির মতো বর্তমানে বরুণ সেজেছেন এ যুগের কুলির আদলে।বলিউড সূত্রে জানা গিয়েছে গোবিন্দ ও করিশ্মার সিনেমার রিমেকে তৈরি কুলি নাম্বার ওয়ান এ গোবিন্দা ও করিশ্মার দুটি গানও নাকি থাকছে।