নিউজ

শিক্ষকের ভূমিকায় মোদী, ক্লাসের আগে ছাত্ররা গান গাইলেন!

Advertisement

রাজীব ঘোষ : ক্লাস নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ঠিক তার আগে ছাত্ররা গান গেয়ে সময় কাটালেন।মোদী ছাড়াও শিক্ষকের ভূমিকায় আছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিজেপি সাংসদদের বিশেষ ক্লাসের বন্দোবস্ত করেছিল।বিজেপি সাংসদদের জন্য দুইদিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়েছে।ওই প্রোগ্রামে দলের সাংসদদের অবশ্যই হাজির থাকতে হবে।এখানে বিজেপির পক্ষ থেকে আচরণ, শৃঙ্খলা, সংসদীয় পদ্ধতি,আদর্শগত বিষয় নিয়ে আলোচনা হবে।

আলোচনায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা।পার্লামেন্ট চত্বরে চলা ক্লাসে কিশোর কুমারের গানে সাংসদ বাবুল সুপ্রিয়, রাজ‍্যবর্ধন রাঠোর,মনোজ তিওয়ারি, রবি কিষেন গলা মেলালেন।সাংসদরা বুঝিয়ে দিয়েছেন ক্লাস শুরুর আগে তাদের এনার্জি যথেষ্ট হাই।বাবুল বাংলায় গেয়েছেন আকাশ কেন ডাকে।এরপর হিন্দিতে ইয়ে শাম মাস্তানিতে সবাই গলা মেলান।

রবি কিষেন আবার শিষ দিতে থাকেন।রাজ‍্যবর্ধন রাঠোর টুইটারে তার ভিডিওটি শেয়ার করেছেন।শেষে জয় হিন্দ বলে ভিডিও শেষ করেছেন।সকালে জে পি নাড্ডার ভাষণ দিয়ে অনুষ্ঠান শুরু হয়।এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন।রবিবার সাংসদদের সামনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে বিজেপি অভ‍্যাসবর্গ।সংবাদ মাধ্যমের শুধুমাত্র ছবি তোলার অনুমতি রয়েছে।ইতিমধ্যে দলের বেশ কিছু সাংসদ অনিয়ম করেছেন বলে জানা গিয়েছে।

বিজেপির পক্ষ থেকে তাতে লাগাম লাগানোই এই অনুষ্ঠানের উদ্দেশ্য।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের সভায় শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার উপর জোর দিয়েছিলেন।স্বাভাবিক ভাবেই দেশের সরকার গঠনের পর বিজেপির পক্ষ থেকে দলের শৃঙ্খলা রক্ষার উপর যথেষ্ট জোর দেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button