যেসকল ব্যাক্তি প্রবল শত্রুতার কবলে পড়েছেন, তারা ওই শত্রুর প্রকপ থেকে নিজেকে রক্ষা করতে যা করবেন বিস্তারিত জেনে নিন। প্রতি শনিবার ও মঙ্গলবারে হনুমান চল্লিশা পাঠ করবেন। এবং মঙ্গলবারে হনুমান দেবের সম্পূর্ণ মূর্তিতে সিঁদুরের লেপ দেবেন এবং শনিবার ও মঙ্গলবারে হনুমানদেবের মূর্তির সমানে দাড়িয়ে নিচে দেওয়া মন্ত্ৰ পাঠ করুন এতে শত্রুর হাত থেকে মুক্তি পাবেন।
মন্ত্ৰ: “হে পবনতনয় সঙ্কট হরণ মঙ্গলমূরত, রামলক্ষণ সীতা হৃদয় বাসায় সুরভূপ”
যে ব্যাক্তি ওপরে দেওয়া কর্ম নিয়মিত করবেন তিনি সকল শত্রু জয় করে থাকবেন।