বর্তমানে বেকার যুবক-যুবতীদের চাকরির অন্যতম পন্থা হল RRB। প্রতি বছর রেলওয়েতে নতুন কর্মচারী নিয়োগের জন্য বের হয় আবেদন পত্র। প্রতি বছরের ন্যায় এবছরও প্রকাশ হয় RRB এর ফর্ম। কিন্তু এবারে আবেদন পত্রকে ঘিরে সৃষ্টি হয় বিক্ষোভ ।
কয়েকমাস আগেই রেল এর গ্রুপ ডি পরীক্ষার ফর্ম আপলোড করা হয়েছিল RRB এর ওয়েবসাইটে। প্রায় নয় লক্ষ পরীক্ষার্থী আবেদন জানালেও, ফর্মে দেওয়া ছবি ও সইয়ে সমস্যা থাকার জন্যে বাতিল হয়ে যায় ১ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থীর ফর্ম। যদিও বা এই একই ছবি ও সই ব্যবহার করে এর আগে বহু পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষার্থীরা।টুইট ও ইমেলে পরীক্ষার্থীরা অভিযোগ জানাতে থাকলে রেল বোর্ড দু মাস আগে চালু করেন হেল্প ডেস্ক। কিন্তু এত কিছুর পরের সমস্যার কোনও সমাধান হয় নি।
তাই পরীক্ষা দিতে না পারার আশঙ্কায় পরীক্ষার্থীরা কলকাতার আরআরবি অফিস এবং দিল্লীর রেল ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, আরআরবি সমস্যা সমাধানের জন্য কোনোও ভাবে ইচ্ছুক নয়। কিন্তু RRB এর চেয়ারম্যান যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছেন, এক বেসরকারি সংস্থার হাতে ফর্ম চেকের দায়িত্ব দেওয়া হলে ওদের ভুল থেকে সমস্যার সৃষ্টি হয়। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন এবং অ্যাডমিট কার্ড না পেলে পরীক্ষার্থীদের RRC তে অভিযোগ করতে বলেন। কিন্তু RRB এর বক্তব্য মানতে নারাজ পরীক্ষার্থীরা।