সুরজিৎ দাস : বিশ্ব ক্রিকেটের দুই বড়ো মহারথী বিরাট কোহলি ও ক্রিস গেইল একসময় আইপিএল এ বেঙ্গালুরুর হয়ে একসাথে খেলেছেন এই দুই তারকা ক্রিকেটার। আজ পোর্ট অফ স্পেনে রেকর্ডের সামনে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী দুই দেশের এই দুই ব্যাটসম্যান।৩০০ তম ওয়ানডে ম্যাচের নজির গড়ার সামনে দড়িয়ে ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে এই রেকর্ড কারোর নেই। এছাড়াও আজ মাত্র ৭ রান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ব্রায়ান লারার ১০৪০৫ রানের রেকর্ড যা ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে সর্বাধিক।
অপরদিকে ভারতের বিরাটের সামনে আছে আরেক রেকর্ড পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ১৯ রান করলেই তিনি ভেঙ্গে দেবেন পাকিস্তানি কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বাধিক ৬৪ ম্যাচে ১৯৩০ রানের রেকর্ড। তাই আজ পোর্ট অফ স্পেনের দিকে নজর গোটা ক্রিকেট বিশ্বের। আজকের ম্যাচ যেই জিতুক ক্রিস গেইল ও বিরাট কোহলি যেন রেকর্ড গড়তে পারে সেই আশা করছেন ক্রিকেট প্রেমীরা।