অরূপ মাহাত: বেশ কিছু দিন ধরেই স্যোশাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে। নানা সময়ে খলিস্থানিদের হয়ে স্যোশাল মিডিয়ায় গলা ফাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এবার মাত্রা ছাড়ালেন র্যাপ গায়িকা হার্ড কউর। বেশ কিছু দিন ধরে খলিস্থানিদের হয়ে উস্কানিমূলক ছড়াচ্ছিলেন ট্যুইটারে, তার মাঝে হঠাৎই আক্রমণ করে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। অপমানজনক এই ট্যুইটে আক্রমণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ট্যুইটার কর্তৃপক্ষ বাধ্য হয় গায়িকার একাউন্টটি বন্ধ করতে।
শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, হার্ড কউরের নিশানায় রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। খুব সম্প্রতি ট্যুইটারে র্যাপ গায়িকা হার্ড কউর একটি ভিডিও প্রকাশ করেন। এই ভিডিওতে সরাসরি আক্রমণ করেন ভারতের দুই সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তিত্বকে। এরপরই ট্যুইটার কর্তৃপক্ষ হার্ড কউরের একাউন্টটি বন্ধ করে দেয়। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। স্যোশাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক ভিডিও প্রকাশ ও অযৌক্তিক ব্যক্তি আক্রমণের কারণে ট্যুইটার কর্তৃপক্ষ র্যাপ গায়িকার একাউন্টটি সাময়িক ভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে বলে সূত্রের খবর।