জীবনযাপন

মেয়েরা যে বিষয়গুলি তার প্রিয় মানুষটির থেকে আশা করে!

Advertisement

ভারত বার্তা ডেস্ক : শ্রীকৃষ্ণ ও রাধা প্রেম বা ভালবাসার কোন শেষ বা সীমা নেই। সেই অনেক যুগ আগে থেকে চলে এসেছে এই নারী পুরুষের প্রেম ও ভালোবাসার। এই ভালোবাসায় কোনো পরিবর্তন আজও দেখা যায় না। এত যুগ যুগ ধরে চলে আসা এই ভালোবাসা এই প্রেম আজও কোনো পরিবর্তন হয়নি। একটা নারী পুরুষ কে ভালোবাসবে এটাই স্বাভাবিক এটাই সত্য।

চলুন জেনে নিন নারীরা ঠিক কি কি বিষয় প্রিয় মানুষের কাছ থেকে বা প্রিয় পুরুষের কাছ থেকে জানতে চান: –

১) দ্রুত প্রতিষ্টিত হওয়া: নারীরা প্রথমত যে বিষয়টি নিয়ে প্রথম ভাবেন সেটি হলো কিভাবে নিজের ক্যারিয়ার টাকে সাজাবে। এবং ঠিকঠাক জায়গায় জায়গায় নিজে প্রতিষ্ঠিত হবে ।এটাই কোন নারী প্রিয় পুরুষের কাছে বা মনে মনে এটাই আশা করে।

2) উপহার: নারী ও পুরুষ এক জায়গায় থাকলে ঝগড়া ,ঝামেলা অনেক কিছুই হবে রাগ ,অভিমান কিন্তু সেটা ভোলানোর জন্য একটাই মন্ত্র সেটা হলো উপহার। এই উপহারটা যায় হোক না কেন। সব নারীরাই সারপ্রাইজ পেতে খুব ভালোবাসে। তখন সে মনে মনে একটাই কথা ভাবে যে পুরুষটি তার কথা ঠিক মনে রেখেছে।

৩) মেকআপের জন্য প্রিয় পুরুষরা যেন সময় দেয়: এমন কোনো নারী নেই যে সাজতে ভালোবাসে না মোটামুটি সব নারী সাজতে খুব ভালোবাসে। কোনো বিয়ে বাড়ি, কোন অনুষ্ঠান বা পার্টি যেখানেই হোক না কেন মেয়েদের সাজতে তো হবেই এটা মেয়েদের সব থেকে আগে। এই সাজগোজের বিষয়ে প্রিয় পুরুষ যেন কোন বিরক্তি না হয়।

যে ব্যাক্তির মধ্যে এই ৬ টি বদ অভ্যাস আছে তাদের ঘরে মা লক্ষ্মী বসবাস করেন না!

Related Articles

Back to top button