সোমবারই ৩৭০ ধারা রদ করে জম্মু – কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়েছে কেন্দ্র সরকার। ৩৭০ ধারা রদ নিয়ে ক্ষুব্ধ বিপক্ষ রাজনৈতিক দলেরা। সোমবার রাজ্যসভায় তৃণমূল সাংসদরা ওয়াকআউট করেন। তবে সোমবার রাত্রি পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য পাওয়া যাইনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কিন্তু আজ তিনি মুখ খুললেন। বিলকে সমর্থন করা সম্ভব নই বলে জানিয়েছেন তিনি।
“যেভাবে বিল সংসদে পাস করা হয়েছে তা নিয়ে আমাদের আপত্তি আছে। কাশ্মীর বাসীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। সব পক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল”, বলেন তিনি। তিনি দাবি করেন , “ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিরা জঙ্গি নন। গণতন্ত্রের স্বার্থেই ওদের মুক্তি দাওয়া উচিত।” ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত এক ঐতিহাসিক স্মৃতি ভারতের কাছে। প্রত্যেকটি ভারতীয় এই সিদ্ধান্তে খুশি হয়েছেন। তাই মমতার এই মন্তব্যে তীব্র সমালোচনা করছেন ভারতীয় জনগন।