নিউজ

মধ্যবিত্ত মানুষদের জন্য বড় দুঃসংবাদ, বাড়তে চলেছে এই সব দ্র্যবের দাম!

Advertisement

দেশবাসীর জন্য বড়সড় দুঃসংবাদ। এবার থেকে চড়া মূল্যে বিক্রি হবে মাছ-মাংস, সমস্ত রকম সবজিসহ মশলাপাতি। বর্ষা না হওয়ার ফলেই এমন অঘটন ঘটতে চলেছে দেশে। এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। উল্লেখ্য, গত তিন মাস ধরেই চড়া মূল্যে বিক্রি হচ্ছে সমস্ত সবজি। এবার আরও দাম বাড়বে বলে জানিয়েছে RBI, যার থাবা পরবে মাছ ও মাংসের ওপরেও। অন্যদিকে ডিমের দিম কমতে চলেছে।

Related Articles

Back to top button