নিউজদেশ

ভ্রমণের ঠিক আগে হারিয়ে গেল কনফার্ম টিকিট, এবার কি করে তৈরি করবেন ডুপ্লিকেট টিকিট? জেনে নিন

কনফার্ম টিকিট হারিয়ে গেলে ডুপ্লিকেট টিকিট বানানো বাধ্যতামূলক

Advertisement

দেশে ভ্রমণ করার জন্য ভারতীয় রেল সব ভারতীয়র সবথেকে পছন্দের মাধ্যম। যেকোনো জায়গায় যাওয়ার জন্যই ভারতীয় রেলের সার্ভিস ব্যবহার করে থাকেন সাধারণ মানুষ। প্রতিনিয়ত সরকার এই রেলওয়ের উন্নতির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। রেলে নিশ্চিন্তে ভ্রমণ করার জন্য লাগে কনফার্ম টিকিট। ভ্রমণের কয়েক সপ্তাহ আগে এই টিকিট কাটতে হয়। ভ্রমণের সময় আপনার যদি টিকিট হারিয়ে যায় বা আপনি বাড়ি থেকে টিকিট নিয়ে যেতে ভুলে যান, তাহলে কি হবে? রেলওয়ের নিয়ম জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

আপনাদের জানিয়ে রাখি যে ভারতীয় রেলে ভ্রমণ করার জন্য কনফার্ম টিকিট লাগে। এই টিকিট ছাড়া আপনি রিজার্ভেশন কামরায় ভ্রমণ করতে পারবেন না। তবে আপনি যদি ভুলবশত আপনার কনফার্ম ট্রেনের টিকিট বাড়িতে রেখে যান বা কোথাও হারিয়ে ফেলেন, তাহলে আপনাকে এটির জন্য একটি ডুপ্লিকেট টিকিট তৈরি নিতে হবে। কারণ আপনি যদি আপনার টিকিট হারিয়ে ফেলেন, আপনি বিনা টিকিটে ট্রেনে উঠলে বড় জরিমানা দিতে হবে। এমতাবস্থায়, আপনাকে একটি ডুপ্লিকেট টিকিট তৈরি করতে হবে। বিভিন্ন শ্রেণীর কোচের ক্ষেত্রে এই ডুপ্লিকেট টিকিট তৈরির নিয়ম এবং ফি আলাদা। আপনি ট্রেনে থাকলে টিটি আপনাকে ডুপ্লিকেট টিকিট দেবে এবং স্টেশনে থাকলে আপনি সেখান থেকে এই টিকিট পেতে পারেন।

2S বা স্লিপার ক্লাসের ডুপ্লিকেট টিকিট বানাতে আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে। অন্যদিকে, এসি কোচ যেমন 3S, 2S বা 1S কোচের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। রিজার্ভেশন চার্ট তৈরি করার পরে যদি আপনার নিশ্চিত টিকিট হারিয়ে যায়, তাহলে আপনাকে একটি ডুপ্লিকেট টিকিট পেতে ভাড়ার ৫০% দিতে হবে। অন্যদিকে, নিশ্চিতকরণের পরে যদি আপনার টিকিট ভুলবশত ছিঁড়ে যায়, তবে আপনাকে একটি ডুপ্লিকেট টিকিটও তৈরি করতে হবে। যার জন্য রেলওয়ে আপনার কাছ থেকে ভাড়ার ২৫ শতাংশ ভাড়া নেয়।

Related Articles

Back to top button