বিনোদনবলিউডভোজপুরি

বন্ধ ঘরে লাস্যময়ী কায়দায় রোম্যান্স করলেন আম্রপালি ও নিরাহুয়া, কারও সামনে ক্লিক করবেন না – BHOJPURI VIRAL VIDEO

ভোজপুরি ইন্ড্রাস্ট্রি এখন উন্নতির শিখরে রয়েছে

×
Advertisement

আজকালকার দিনে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। বিশেষ করে বর্তমানে আট থেকে আশি সকলের পছন্দ ইউটিউব। বিনামূল্যেই এইখানে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায়। তবে আজকাল এই ইউটিউব দুনিয়াতে সবচেয়ে বেশি ট্রেন্ডি বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। বলিউডের পাশাপাশি আজকাল লাইম লাইটে আসছে ভোজপুরি ইন্ডাস্ট্রি। ইউটিউবে এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও বা সিনেমাতে কয়েক মিলিয়ন করে ভিউ থাকে। সংখ্যা দেখলেই আন্দাজ করে নেওয়া যায় যে কতটা জনপ্রিয় এই ইন্ডাস্ট্রি।

Advertisements
Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন দীনেশ লাল যাদব। তাঁকে সকলেই নিরাহুয়া নামে চেনেন। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি গোটা ভারতের দর্শকদের কাছে জনপ্রিয়। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। আজকের এই প্রতিবেদনে নিরাহুয়ার এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

Advertisements

এই জনপ্রিয় মিউজিক ভিডিওতে নিরাহুয়ার সাথে জুটি বেধেছে জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে। ভাইরাল ভোজপুরি গানটির নাম, ‘উদওয়ালা ইয়ে রাজা‘। এটি ‘রাম লক্ষ্মণ‘ সিনেমার। এতে বন্ধ ঘরে আম্ভ্রপালীর সাথে রোমান্সে মত্ত হয়েছেন নিরহুয়া। আম্রপালি এই মিউজিক ভিডিওতে নিরাহুয়ার সাথে পালং তোড রোম্যান্স করেন। গানের এই ভিডিওতে নিরহুয়া এবং আম্রপালি দুবের পাশাপাশি প্রবেশ লাল যাদব এবং বিখ্যাত ভোজপুরি অভিনেত্রী শুভ শর্মাকেও দেখা গেছে। এই দুই তারকাকেও প্রচুর রোমান্স করতে দেখা গেছে। জানিয়ে রাখি এই গানটি যৌথভাবে লিখেছেন কল্পনা ও ইন্দু সোনালী। গানটির কথা লিখেছেন প্যারে লাল যাদব এবং সঙ্গীত পরিচালনা করেছেন রজনীশ মিশ্র। ভিডিওটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে গেছে ইন্টারনেট দুনিয়াতে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button