গত কয়েকদিন আগেই কাশ্মীরে ৩৭০ ধারা খারিজ করেছে কেন্দ্র। ফলে জম্মু ও কাশ্মীর রাজ্য তাদের বিশেষ মর্যাদা হারিয়েছে কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণায় ভারতের সিদ্ধান্তের, ভারতের বিরুদ্ধে একগুচ্ছ পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সাসপেন্ড করছে পাকিস্তান৷
মোদী সরকারের এই সিদ্ধান্তে ভারত-পাকিস্থান দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধমান। এবার পাক সেনারা ভারতকে কড়া ভাষায় আক্রমণ করে জানিয়েছেন, ভারত যদি পাকিস্থানের উপর কোনরকম অভিযান চালানোর চেষ্টা করে তাহলে তাহলে তার ফল ভালো হবেনা। তারা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি জারি করেছে ভারতের বিরুদ্ধে। পাকিস্থান সেনার তরফ থেকে জানানো হয়েছে, ভারত যদি পাকিস্থানে অভিযান চালায় তাহলে ২৭ শে ফেব্রুয়ারির চেয়েও তার ফল কিন্তু হবে মারাত্বক।