নিউজ

ভারতীয় রাজনীতির গৌরবোজ্জ্বল অধ‍্যায়ের অবসান, টুইটারে লিখলেন মোদী, মমতা!

Advertisement

রাজীব ঘোষ : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মৃত্যুর পর শোকজ্ঞাপন করলেন।মোদী বললেন, ভারতীয় রাজনীতির গৌরবোজ্জ্বল অধ‍্যায়ের সমাপ্তি হলো।অসাধারন নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ।তার ব‍্যক্তিগত ক্ষতি বলেও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।নরেন্দ্র মোদী এদিন টুইটারে লিখেছেন, ভারতীয় রাজনীতির গৌরবোজ্জ্বল অধ‍্যায়ের সমাপ্তি হলো।অসাধারণ নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ ভারত।গরিবের জীবনের উন্নতি এবং সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।

কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন সুষমা জি।মোদী টুইটারে আরো লিখেছেন, দারুন প্রশাসক ছিলেন সুষমা স্বরাজ।প্রতিটি মন্ত্রক সামলানোর ক্ষেত্রে নজির স্হাপন করেছেন।মন্ত্রী হিসেবে তার অন্য দিক আমরা দেখেছি।বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মেলবন্ধনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।বিশ্বের যে প্রান্তেই হোক,বিপর্যস্ত দেশবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।বিদেশমন্ত্রকে ৫ বছর ধরে সুষমা জি-র অক্লান্ত পরিশ্রম কখনও ভুলতে পারবো না।সুস্থ না থাকলে নিজের কাজের প্রতি সুবিচার করে গিয়েছেন।মন্ত্রকের প্রতিটি খুঁটিনাটি জানতেন।তার দায়বদ্ধতা ও কাজের প্রতি আগ্রহ অতুলনীয়।

মোদী টুইট করেছেন, সুষমা স্বরাজের প্রয়াণ তার কাছে ব‍্যক্তিগত ক্ষতি।ভারতের জন্য তার কাজ স্মৃতিতে থেকে যাবে।তার পরিবার, অনুগামী ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি।দিল্লির এইমসে শেষ নি:শ্বাস ত‍্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী।তার বয়স হয়েছিল ৬৭ বছর।হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তার।নরেন্দ্র মোদীর কথায়, সুষমা জি ছিলেন সুবক্তা।অসামান্য সাংসদ।দলমতের উর্ধ্বে উঠে সকলের প্রিয় পাত্রী ছিলেন।বিজেপির নীতি ও আদর্শ নিয়ে কখনও সমঝোতা করেন নি।বিজেপির উত্থানে তার বিশাল অবদান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুষমা স্বরাজের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন।মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করলেন।মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, সুষমা স্বরাজ জি-র অকস্মাৎ প্রয়াণে শোকস্তব্ধ ও স্তম্ভিত। ১৯৯০ সাল থেকে তাকে চিনি।আদর্শ আলাদা হলেও আমরা সংসদে দারুন সময় কাটিয়েছি।দারুন রাজনীতিবিদ,নেত্রী, ভালো মানুষ ছিলেন।ওনার অভাব অনুভব করবো।তার পরিবার ও অনুগামীদের সমবেদনা জানাই।

Related Articles

Back to top button